Samsung এর 5G স্মার্টফোন ব্যবহার করেন? রইল আপনার জন্য সুখবর! Airtel 5G হাজির হল ফোনে, দেখুন

Samsung এর 5G স্মার্টফোন ব্যবহার করেন? রইল আপনার জন্য সুখবর! Airtel 5G হাজির হল ফোনে, দেখুন
HIGHLIGHTS

Samsung বেশ জলদি ওভার দ্যা এয়ার আপডেট নিয়ে এল তাদের স্মার্টফোনগুলোর জন্য

Airtel 5G পরিষেবা চালু হল Samsung 5G স্মার্টফোনগুলোতে

তবে এই পরিষেবা এখনও Samsung Galaxy Z Flip 3 এবং Samsung Galaxy Z Fold 3 তে উপলব্ধ হয়নি

Bharti Airtel তাদের 5G পরিষেবা দ্রুত বিভিন্ন ডিভাইসে পৌঁছে দিচ্ছে। নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই ভারতের সমস্ত 5G সাপোর্ট করে এমন স্মার্টফোনে Airtel এর 5G পরিষেবা পৌঁছে হবে বলে আগেই Airtel এর সিইও গোপাল ভিত্তল (Gopal Vittal) জানিয়েছিলেন। শুধু iPhoneগুলো এই পরিষেবা পেতে বাকি রয়েছে। শোনা গিয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আইফোন ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে 5G আপডেট পাওয়ার জন্য। গত 1 মাসে Samsung এর মোট 16টা ডিভাইসে Airtel এর 5G সাপোর্ট পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে কেবল স্যামসাংয়ের দুটি ডিভাইসে এই আপডেট পৌঁছায়নি। আসুন দেখে নেওয়া যাক কোন সেই দুই ডিভাইস। 

Airtel 5G সাপোর্ট কোন কোন ডিভাইসে মিলবে? 

Airtel এর 5G পরিষেবা দ্রুত সমস্ত ডিভাইসে পৌঁছে দেওয়ার জন্য Samsung বেশ জলদি তাদের ওভার দ্যা এয়ার বা OTA আপডেট নিয়ে এল। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, বা ভারতী এয়ারটেলের ওয়েবসাইট অনুযায়ী Samsung এর প্রতি 5G ফোনে Airtel এর 5G পরিষেবা চালু হয়ে গিয়েছে, কেবল দুটি ডিভাইস বাকি রয়েছে। আর এই দুই ডিভাইস হল Samsung Galaxy Z Fold 3 এবং Samsung Galaxy Z Flip 3।

Samsung 5G phones-Airtel 5g

এবার তাহলে দেখে নেওয়া যাক কোন কোন Samsung এর ফোনে Airtel 5G পরিষেবা চালু হল? তালিকায় আছে Samsung Galaxy A33 5G, Samsung Galaxy A53 5G, Samsung Galaxy S21 FE, Samsung Galaxy M33, Samsung Galaxy S22 Ultra, Samsung Galaxy S22, Samsung Galaxy Flip4, Samsung Galaxy S22+, Samsung Galaxy Note 20 Ultra, Samsung Galaxy Fold4, Samsung Galaxy S21, Samsung Galaxy S21 Ultra, Samsung Galaxy S21 Plus, Samsung Galaxy Z fold 2, Samsung F42, Samsung M52, Samsung A52s, Samsung A22 5G, Samsung M32 5G, Samsung S20FE 5G, Samsung F23, Samsung A73, Samsung M42, Samsung M53 এবং Samsung M13।

এর অর্থ হল যে ভারতীয়রা উল্লিখিত এই ফোনগুলো ব্যবহার করেন তাঁরা এবার সহজেই তাঁদের ফোনে 5G পরিষেবা পেতে পারবেন। তবে হ্যাঁ, তাঁদের অবশ্যই ভারতের সেই 10 শহরে থাকতে হবে যেখানে যেখানে Airtel তাদের 5G পরিষেবা চালু করেছে। আগে দেওয়া কথা রেখেছে স্যামসাং, নভেম্বরের মাঝামাঝি তারা তাদের কম বেশি সব 5G ফোনেই এই 5G পরিষেবার জন্য আপডেট নিয়ে এল।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo