এয়ারটেল মনসুন সারপ্রাইজ অফার এলঃ পাওয়া যাচ্ছে 30GB ডাটা

HIGHLIGHTS

এয়ারটেল সারপ্রাইজ অফারটি মার্চ মাসে এসেছিল

এয়ারটেল মনসুন সারপ্রাইজ অফার এলঃ পাওয়া যাচ্ছে 30GB ডাটা

এবার এয়ারটেল মনসুন সারপ্রাইজ অফার নিয়ে হাজির হয়েছে। তবে এই অফারটি শুধু পোস্টপেড ইউজার্সদের জন্যই পাওয়া যাবে। মনে করা হচ্ছে যে এটি এয়ারটেল সারপ্রাইজড অফারের এক্সটেনশন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এবার মনসুন সারপ্রাইজড অফারে এয়ারটেল তাদের পোস্টপেড ইউজার্সদের 30GB ডাটা ফ্রি দিচ্ছে, এতে তিন বিলিয়ান সার্কেলে ডাটা পাওয়া যাবে।

এয়ারটেল পোস্টপেড ইউজার্সরা এই মনসুন সারপ্রাইজ অফারের সুবিধা পেতে চাইলে, তাদের মাই এয়ারটেল অ্যাপ থেকে  1 এর পরে লগইন করতে হবে। এতে ইউজার্সরা 30GB ফ্রি ডাটা পাবে।

আসলে ভারতীয় টেলিকম বাজারে জিও আসার পর থেকে বাজারে উপস্থিত অন্যান্য টেলিকম সংস্থাগুলি ক্রা প্রতিযোগিতায় পরেছে। তাই রিলায়েন্স জিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অন্যান্য টেলিকম কোম্পানি গুলি বিভিন্ন ধরনের সস্তা প্ল্যান একের পর এক নিয়ে এসে নিজেদের গ্রাহকদের নিজেদের কাছে ধরে রাখতে চাইছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo