Airtel নিয়ে আসবে Rs. 2500 দামের 4G ফোন

HIGHLIGHTS

Airtel তাদের এই Rs. 2500 দামের ফোনটির মাধ্যমে জিও ফোনকে প্রতিযোগিতায় ফেলবে

Airtel নিয়ে আসবে Rs. 2500 দামের 4G ফোন

Jio সম্প্রতি বাজারে তাদের 4G ফিচার ফোন Jio ফোন নিয়ে এসেছে। আর এবার Airtel ও Jio’র 4G ফিচার ফোনকে প্রতিযোগিতায় ফেলতে খুব তাড়াতাড়ি বাজারে একটি সস্তা 4G ফোন নিয়ে আসবে। Airtel এর এই 4G ফোনের দাম Rs. 2500 হবে আর এটি দিওয়ালির সময় লঞ্চ হবে। আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel এর এই 4G ফোনটি ব্যান্ডেল ডাটার সঙ্গে আসবে আর আপাতত Airtel এই ফোনটির নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলছে।

পাওয়া খবর অনুসারে Airtel এর এই 4G ফোনে ফিচার ফোনের তুলনায় একটি বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি আর একটি ভাল ক্যামেরা থাকবে। 

এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করবে। এই ফোনে ইউজার্সরা গুগল প্লে স্টোরে থাকা অ্যাপও ডাউনলোড করতে পারবে। এই ফোনটি সেপ্টেম্বর বা অক্টোবরের শুরু দিকে আসতে পারে।

আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo