Airtel অফার করছে 199 টাকার প্রিপেইড প্ল্যানে এখন প্রতিদিন 1.5GB ডেটা

HIGHLIGHTS

Bharti Airtel তার গ্রাহকদের 199 টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা অফার করছে

সম্প্রতি Reliance Jio দেশজুড়ে ফ্রি কলিং সুবিধা দেওয়ার ঘোষনা করেছিল

Airtel প্রতিযোগী সংস্থাদের টেক্কা দিতে 199 টাকার প্রিপেইড প্ল্যানে 1.5GB ডেটা দিতে শুরু করেছে

Airtel অফার করছে 199 টাকার প্রিপেইড প্ল্যানে এখন প্রতিদিন 1.5GB ডেটা

Bharti Airtel তার গ্রাহকদের 199 টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা অফার করছে। বলে দি যে সম্প্রতি Reliance Jio দেশজুড়ে ফ্রি কলিং সুবিধা দেওয়ার ঘোষনা করেছিল। এর পাশাপাশি বলে যে সংস্থার কাছে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া-র তুলনায় সেরা প্রিপেইড প্ল্যান রয়েছে। এবার Airtel প্রতিযোগী সংস্থাদের টেক্কা দিতে 199 টাকার প্রিপেইড প্ল্যানে 1.5GB ডেটা দিতে শুরু করেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এখন অবধি এয়ারটেলের 199 টাকার প্রিপেইড প্যাকে প্রতিদিন 1GB ডেটা দেওয়া হত। তবে এখন এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যাবে। এয়ারটেল-এর এটাই ডেলি ডেটার বেসিক প্ল্যান।

Airtel-এর 199 টাকার প্ল্যানে কী থাকছে বিশেষ?

এয়ারটেল এর 199 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিনের। এই 28 দিনে গ্রাহকরা পাবেন প্রতিদিন 1.5GB করে ডেটা ব্যবহার করার সুযোগ। অর্থাৎ Airtel গ্রাহকরা 28 দিনে মোট 42 জিবি ডেটা পাবেন। এছাড়া দেশে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং 100 SMS করার সুবিধা পাবেন Airtel গ্রাহকরা। এই রিচার্জের সাথে গ্রাহকদের বিনামূল্যে হ্যালো টিউনস, উইঙ্ক মিউজিক এর সাবস্ক্রিপশন এবং এয়ারটেল এক্সট্রিম অ্যাপের সাবস্ক্রিপশনও দেওয়া হয়।

Airtel এর 249 টাকার প্রিপেইড প্যাকও রিচার্জের জন্য পাওয়া যাবে। 249 টাকার প্ল্যান এবং 199 টাকার প্ল্যানের অফার প্রায় একই। গ্রাহকরা Airtel-এর 249 টাকার প্ল্যানে কেবল 100 টাকার FASTag ক্যাশব্যাক পাবেন এবং এই প্রিপেইড প্যাকে Shaw অ্যাকাডেমির অনলাইন কোর্সও অফার করা হয় Airtel ইউজারদের।

199 এবং 249 টাকার রিচার্জ প্ল্যানের মধ্যে এয়ারটেলের কাছে 219 টাকার প্ল্যানও রয়েছে। Airtel-এর 219 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 28 দিনের জন্য এবং এতে গ্রাহকদের রোজ 1GB ডেটা অফার করা হচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo