আজই চন্দ্রযান থেকে আলাদা হবে বিক্রম ল্যান্ডার, নজর অতল সাগরেও

আজই চন্দ্রযান থেকে আলাদা হবে বিক্রম ল্যান্ডার, নজর অতল সাগরেও
HIGHLIGHTS

চাঁদে নামার জন্য তৈরি চন্দ্রযান ২

আজ আলাদা হবে বিক্রম

এর পরের মিশন সমুদ্রযান

চাঁদে নামার জন্য এবার তৈরি চন্দ্রযান ২। চুরান্ত কক্ষপথে পৌঁছে গেছে সে আর এই পথটি গোলাকার। আর এই পথেই এবার আছে চন্দ্রযান ২। ৫২ সেকেন্ডে এই চুরান্ত কক্ষপথে পৌঁছে যায় সে। আর আজকে এই কক্ষপথ থেকেই আলাদা হবে চন্দ্রযান ২ আর ল্যান্ডার বিক্রম। আজ দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যেই এই কাজ করা হবে।

ভারতের এই চন্দ্রযান অভিযান চাঁদের রহস্য সামাধানই উদ্দেশ্য। আর এর সঙ্গে চোখ আছে মঙ্গলের দিকেও। আর সঙ্গে আছে পৃথিবীর সমুদ্রের গভীরের বহু অজানা প্রাকৃতিক ভান্ডারের খবরও। তার সন্ধানে ২০২১-২২ অভিযানে নামবে ভারতের ‘সমুদ্রযান’।

অরবিটার, বিক্রম ও প্রজ্ঞানকে পাঠিয়ে চাঁদের রহস্য সন্ধানেই থামছে না ভারত। নজর রয়েছে মঙ্গল ও অন্য গ্রহেও। এমনকি পৃথিবীর সমুদ্রের গভীরেও লুকিয়ে রয়েছে বহু অজানা তথ্য ও প্রকৃতির ভাণ্ডার। তার সন্ধানে ২০২১-২২ নাগাদ অভিযানে নামবে ভারতের ‘সমুদ্রযান’।

Digit.in
Logo
Digit.in
Logo