Ziox Astra Colors 4G স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম Rs.6,499

HIGHLIGHTS

এই ডিভাইসে 4000mAh এর ব্যাটারি আছে

Ziox Astra Colors 4G স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম Rs.6,499

Ziox Astra Colors 4G স্মার্টফোনকে আজ ভারতে লঞ্চ করা হয়েছে. ভারতে এই ডিভাইসটির দাম Rs.6,499. এই স্মার্টফোনটি শ্যামপেন আর ব্ল্যাক রঙে কিছু অনলাইন আর রিটেল স্টোরে কেনা যাবে.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Ziox Astra Colors 4G স্মার্টফোনের ফিচার্সের দিকে দেখলে দেখাযাবে যে এতে 5 ইঞ্চির HD IPS ডিসপ্লে আছে. এই ডিসপ্লের রেজিলিউশন 1280X720 পিক্সাল. এতে 2.5D কার্ভড গ্লাস প্রটেকশন আছে. এর সঙ্গে এই ফোনে 1.3GHz কোয়াড-কোর প্রসেসার আছে. এর র্যাম 1GB’র আর ইন্টারনাল স্টোরেজ 8GB.

আরো দেখুন: জিওফাইবার অফারে 3 মাস অব্দি পাওয়া যাবে ব্রডব্যান্ড ইন্টারনেট: রিপোর্ট

এই স্মার্টফোনের ক্যামেরা সেটআপটি কেমন তা এবার দেখা যাক. এতে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা ডুয়াল LED ফ্ল্যাশের সঙ্গে আছে. এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 5 মেগাপিস্কালের. এটিতে 4000mAh এর ব্যটারি আছে. এর সঙ্গে এতে অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেম আছে. কানেক্টিভিটির জন্য এতে Ziox Astra Colors 4G में 4G VoLTE/ViLTE, ব্লুটুথের মতন ফিচার্স আছে.

আরো দেখুন: Intex Aqua A4 লঞ্চ হল, দাম Rs.4,199

আরো দেখুন: এবার Aircel দিচ্ছে ফ্রি ডাটা, এই হল তার কারন…

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo