Oppo F9 স্মার্টফোনটি 15 সেপ্টেম্বর ফ্লিপকার্টে সেল করা হবে, এর দামের বিষয়ে জানুন

Oppo F9 স্মার্টফোনটি 15 সেপ্টেম্বর ফ্লিপকার্টে সেল করা হবে, এর দামের বিষয়ে জানুন
HIGHLIGHTS

Oppo F9 স্মার্টফোনটি ভারতে 19,990 টাকায় লঞ্চ করা হয়েছে আর এর মানে এই যে এই ফোনটি Oppo F9 Pro য়ের থেকে প্রায় 4,000 টাকা সস্তা, আর এই ডিভাইসটি আপনারা দুটি আলাদা আলদা রঙে কিনতে পারবেন, Oppo F9 ফোন টি মিস্ট ব্ল্যাক আর স্টেলার কালারে কেনা যাবে

Oppo তাদের Oppo F9 Pro স্মার্টফোনটির সঙ্গে Oppo F9 ফোনটিও ভারতে লঞ্চ করেছিল, আর এই দুটি ওপ্পো ফোন ভারতে গত মাসে লঞ্চ করা হয়েছিল। তবে ওপ্পো লঞ্চের সময়ে এই দুটি ফোনের দামের বিষয়ে কিছু জানায়নি। কিন্তু এবার ওপ্পো এই ডিভাইসটির ভারতের দাম জানিয়েছে। এই Oppo F9 স্মার্টফোনটি 15 সেপ্টেম্বর 2018 19,990 টাকায় আনা হবে।

আমরা যদি Oppo F9 Pro স্মার্টফোনটির বিষয়ে কথা বলি তবে এটি ভারতে প্রথম সেলে পাওয়া গেছে আর Oppo F9 Pro স্মার্টফোনটি 23,990 টাকায় কেনা যাবে। আর এবার ওপ্পো তাদের Oppo F9 স্মার্টফোনটি এক সপ্তাহ পরে ওয়াটার ড্রপ নচের সঙ্গে লঞ্চ করেছিল, আর এবার এই ফোনটি Vivo V11 Pro স্মার্টফোনের মতন দেখা যাবে।

Opp F9 স্মার্টফোনটির দাম আর উপ্লব্ধতা

Oppo F9 স্মার্টফোনটির ভারতে দাম 19,990 টাকা আর এর মানে এই যে এই ফোনটি Oppo F9 Pro ফোনটির থেকে প্রায় 4,000 টাকা কম। আর এই ডিভাইসটি আপনারা দুটি আলাদা আলাদা রঙে কিনতে পারবেন। Oppo F9 স্মার্টফোনটি মিস্ট ব্ল্যাক আর স্টেলার পার্পাল কালারে কেনা যাবে। আর এই ডিভাইসটি ফ্লিপকার্টে 15 সেপ্টেম্বর কেনা যাবে। তবে এছাড়া এই ফোনটি আপনারা নিকটতম রিটেল স্টোর থেকে গিয়েও কিনতে পারবনে।

Oppo F9 য়ের স্পেসিফিকেশান আর ফিচার্স

Oppo F9 Helio P60 SoC আর ARM মালি –G72 GOU যুক্ত। আর এছাড়া এই ডিভাইসে 4GB/6GB র‍্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ডিভাইসটি 6.3 ইঞ্চির একটি LTPS TET স্ক্রিন যুক্ত আর এর রেজিলিউশান 2340×1080 পিক্সাল। আর এই স্মার্টফোনের টপে একটি ছোট নচ আছে যাতে ফ্রন্টে ক্যামেরা রাখা হয়েছে।

এই ফোনের ক্যামেরার বিষয়ে যদি কথা বলি তবে এই ফোনে ডুয়াল ক্যামের আছে আর এর মধ্যে একটি 16MP র প্রাইমারি সেন্সার আর অন্যটী 2মেগাপিক্সালের সেকেন্ডার সেন্সার যুক্ত যা ডেপথের কাজ করে। আর এই ফোনের ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে Oppo i-Fo , ব্লুটুথ, GPS ডুয়াল সিম। 4G VoLTE , মাইক্রো USB পোর্ট আর 3.5mm হেডফোন জ্যাক যুক্ত। আর এই স্মার্টফোনে 3,500mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা Oppo র VOCC ফাস্ট চার্জিগ্ন প্রযুক্তি যুক্ত। আর এই ফোনটি 5 মিনিটে 2 ঘন্টার টকটাইম দেয়। আর এটি অ্যান্ড্রয়েড 8.1 ওরির সঙ্গে Color OS 5.2 তে কাজ করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo