Coolpad Note 8 ফোনটি মাত্র 7,367 টাকায় কেনা যাচ্ছে

HIGHLIGHTS

Coolpad Note 8 ফোনে 4000mAh য়ের ব্যাটারি আছে

ফোনটি পেটিএম মলে কেনা যাচ্ছে

ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে

Coolpad Note 8 ফোনটি মাত্র 7,367 টাকায় কেনা যাচ্ছে

ভারতে অনেক সময়েই অনেক ইকমার্স সাইটে কোন কোন ডিভাইসের ওপরে স্পেসাল অফার দেওয়া হয়ে থাকে। আর আজকে তেমনি ইকমার্স সাইটে পেটি এম মলে Coolpad Note 8 ফোনটি মাত্র 7,367 টাকায় কেনা যাচ্ছে।এই ফোনের ওপরে 39% ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। ফোনটির আসল দাম এখানে 11,999 টাকা বলা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আসুন এবার আমরা এই ফোনের স্পেক্স আর ফিচার্স একবার ভাল করে দেখেনি।

Coolpad Note 8 ফোনের স্পেক্স আর ফিচার্স

Coolpad Note 8 ফোনটিতে আপনারা 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন। আর এই ফোনটি একটি 5.99 ইঞ্চির FHD ডিসপ্লে যুক্ত। যে ডিসপ্লের অ্যাস্পেক্ট রেশিও 18:9।

আর এই Coolpad Note 8 ফোনটির ক্যামেরার কথা যদি আমরা দেখি তবে এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16মেগাপিক্সাল আর 0.3মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এটি একটি ডুয়াল সিম ফোন। ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এটি একটি 2G/3G/4G , 4G VolTE ফোন। এই ফোনে মালি T860-MP2 GPU দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo