XOLO ZX মোবাইল ফোনের ডুয়াল ক্যামেরা সেটআপ নিয়ে 25 এপ্রিল আসতে পারে

HIGHLIGHTS

XOLO ZX মোবাইল ফোনে একটি 6.22 ইঞ্চির নচ ডিসপ্লে আছে

এই ফোনে ডুয়াল ক্যামেরার সঙ্গে 6GB র‍্যাম অপশানে আসবে

25 এপ্রিলের সঙ্গে XOLO ZX লঞ্চ হতে পারে

XOLO ZX মোবাইল ফোনের ডুয়াল ক্যামেরা সেটআপ নিয়ে 25 এপ্রিল আসতে পারে

XOLO 5X মোবাইল ফোনটি এই মাসের প্রথমে লঞ্চ করার পড়ে এবার মোবাইল ফোন লঞ্চ করার কথা বলা হয়েছে। আর আপনাদের বলে রাখি যে XOLO র তরফে একটি মিড রেঞ্জে মোবাইল ফোন মানে XOLO ZX অ্যামাজন ইন্ডিয়াতে লঞ্চ করা হতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এই মোবাইল ফোনটিতে আপনারা একটি HD+ নচ ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 12nm প্রসেসার নির্ণীত মিডিয়াটেক Helio P22 প্রসেসার থাকতে পারে, আর এছাড়া এই ফোনে আপনারা একটি 6GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। আর শুধু তাই না এই ফোনে আপনারা একটি ডুয়াল ক্যামেরা সেটআপ পেতে পারেন।

আপনাদের বলে রাখি যে XOLO ZX মোবাইল ফোনে একটি 13MP+5MP র ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর আপনাদের বলে রাখি যে এই ফোনে আপনারা একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর একটি ফেস আনলক ফিচার থাকতে পারে।

এই ফোনে আপনারা গ্রেডিয়েন্ট ব্যাকের সঙ্গে পাবনে আর এর সঙ্গে আপনারা এতে পার্পেল কালারে চেঞ্জ করতে পারবেন। আর আপনারা এতে ভিউইং অ্যাঙ্গেল অনুসারে এরকম করতে পারবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি ডুয়াল 4G VoLTE সাপোর্ট পাবেন আর এর সঙ্গে এই ফোনে একটি 3260mAh য়ের ব্যাটারি পেতে পারেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo