iQOO লঞ্চ করল 200MP ক্যামেরা সহ পাওয়ারফুল গেমিং স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার

iQOO লঞ্চ করল 200MP ক্যামেরা সহ পাওয়ারফুল গেমিং স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার

iQOO স্মার্টফোন বাজারে 200MP ক্যামেরা সহ একটি পাওয়ারফুল গেমিং স্মার্টফোন লঞ্চ করেছে। ভিভো এর সাব-ব্র্যান্ড iQOO Z11 Turbo গেমিং ফোনটি Z সিরিজের আওতায় আনা হয়েছে। আইকিউ জি11 টার্বো ফোনে দেওয়া হয়েছে দুর্দান্ত 7600mAh ব্যাটারি এবং 16GB RAM। আইকিউ জি11 টার্বো ফোনে এটি Qualcomm-এর ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 সিরিজের চিপসেট ব্যবহার করা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO Z11 Turbo স্মার্টফোনের দাম কত

আইকু এর এই সস্তা গেমিং স্মার্টফোন চারটি স্টোরেজ অপশনে আনা হয়েছে। এতে 12GB RAM + 256GB, 16GB RAM + 256GB, 12GB RAM + 512GB, এবং 16GB RAM + 512GB বিকল্প পাওয়া যাবে। দামের কথা বললে,

  • 12GB RAM + 256GB = CNY 2699 টাকা (প্রায় 35,000 টাকা)
  • 16GB RAM + 256GB = CNY 2999 (প্রায় 39,000 টাকা)
  • 12GB RAM + 512GB = CNY 3199 (প্রায় 41,000 টাকা)
  • 16GB RAM + 512GB = CNY 3499 (প্রায় 45,000 টাকা)

এই ফোনের একটি 16GB RAM+1TB স্টোরেজ ভ্যারিয়্যান্টও লঞ্চ করা হয়েছে। এর দাম CNY 3999 (প্রায় 52,000 টাকা)। এই ফোনটি বর্তমানে চীনে লঞ্চ করা হয়েছে। এটি পোলার নাইট ব্ল্যাক, স্কাইলাইন হোয়াইট, ক্যাংলাং ফুগুয়াং এবং হ্যালো পাউডার রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: 84 দিন পর্যন্ত পাওয়া যাবে আনলিমিটডে কলিং-ডেটা সহ একগুচ্ছ সুবিধা, Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান

আইকিউ জি11 টার্বো ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, আইকিউ জি11 টার্বো গেমিং ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেটে কাজ করে। এটি 16GB পর্যন্ত RAM এবং 1TB স্টোরেজ সাপোর্ট করে। এটি Android 15 এর উপর ভিত্তি করে OriginOS 6 চলে।

ডিসপ্লের ক্ষেত্রে আইকিউ ফোনে 6.59-ইঞ্চি 1.5K রেজোলিউশনের AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 144Hz হাই রিফ্রেশ রেট এবং HDR কন্টেন্ট সাপোর্ট করে। এই আইকিউ ফোনটি IP68 এবং IP69 রেটিং সহ আসে, যা ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখবে।

ফটোগ্রাফির জন্য আইকিউ জি11 টার্বো স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য আইকিউ ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

আরও পড়ুন: Amazon Sale: 10 হাজার টাকারও সস্তায় কিনুন 6000mAh ব্যাটারি সহ iQOO, Samsung, Poco স্মার্টফোন

পাওয়ার দিতে এই ফোনে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি শক্তিশালী 7600mAh ব্যাটারি রয়েছে। কানেকশনের জন্য, এই ফোনটি ডুয়াল 5G সিম কার্ড সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo