HIGHLIGHTS
এটি 6GB র্যাম যুক্ত হবে, আর এর সঙ্গে এতে 3500mAh এর ব্যাটারি থাকতে পারে
সাওমির আপকামিং স্মার্টফোন Mi 7 এ ওয়ারলেস চার্জিং ফিচার থাকতে পারে। অ্যান্ড্রয়েড হেডলাইন্সের একটি রিপোর্ট অনুসারে, কোম্পানি এই খবরটি তাদের অফিসিয়াল ভিজেট চ্যানেলে করেছে। এই প্রযুক্তির সাওনির আমেরিকার টেক ফার্মে ইন্টিগ্রেটেড ডিভাইস প্রযুক্তির সঙ্গে এক সঙ্গে নিয়ে আসছে।
Surveyএর আগের রিপোর্ট অনুসারে, Xiaomi Mi 7 ফোনটিতে 6.01-ইঞ্চির OLED ডিসপ্লের সঙ্গে 18:9 অ্যাস্পেক্ট রেশিও থাকবে। আর এর সঙ্গে কোম্পানি এর আগেই ঘোষনা করেছে জে এই ফোনটিতে কোয়াল্কমের সব থেকে নতুন প্রসেসার স্ন্যাপড্র্যাগন 845 থাকবে।
এই ফোনটিতে 6GB র্যাম থাকবে। আর এর সঙ্গে এই ফোনটিতে 3500mAh এর ব্যাটারি থাকবে। এই ফোনের রেয়ার ক্যামেরা 16MP’র হতে পারে আর এর সঙ্গে এই ফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও থাকতে পারে। এই নতুন স্মার্টফোনটির সাইড বেশ পাতলা হবে।