Mi 11 Lite ফোন সহ হাই-টেক Mi Watch আজ হবে লঞ্চ, ফিচার্স জেনে হয় যাবেন অবাক

Mi 11 Lite ফোন সহ হাই-টেক Mi Watch আজ হবে লঞ্চ, ফিচার্স জেনে হয় যাবেন অবাক
HIGHLIGHTS

Xiaomi আজ ভারতে তার নতুন Mi 11 Lite লঞ্চ করতে চলেছে

Mi 11 Lite ফোনের সাথে সংস্থা Mi Watch Revolve Active স্মার্টওয়াচও লঞ্চ করবে

Mi 11 Lite এর ভারতীয় বাজারে OnePlus Nord CE 5G, iQOO Z3 মতো স্মার্টফোনের সাথে প্রতিযোগিতা হবে

Xiaomi আজ ভারতে তার নতুন Mi 11 Lite লঞ্চ করতে চলেছে। এটি 2021 সালের সবথেকে হালকা এবং স্লিম মোবাইল ফোন হবে বলা হচ্ছে। এটি ই-কমার্স ওয়েবসাইট Flipkart থেকে কেনা যাবে। Mi 11 Lite ফোনের দাম 25,000 টাকার কাছাকাছি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশিই, কিছু রিপোর্টে বলা হয়েছে যে ফোনের বেস ভ্যারিয়্যান্ট 20,000 টাকারও কম দামে লঞ্চ করা যেতে পারে। যদি তা হয় তবে Mi 11 Lite এর ভারতীয় বাজারে OnePlus Nord CE 5G, iQOO Z3 মতো স্মার্টফোনের সাথে প্রতিযোগিতা হবে। এই ফোনের সাথে সংস্থা Mi Watch Revolve Active স্মার্টওয়াচও লঞ্চ করবে।

Mi 11 Lite ফোনের লাইভ ইভেন্টটি কোথায় দেখা যাবে:

এই ফোন এবং স্মার্টওয়াচের লাইভ ইভেন্টটি আজ দুপুর 12.30 টা থেকে শুরু হবে। এই লাইভ ইভেন্টটি সংস্থার সমস্ত সোশ্যাল মিডিয়া চ্যানেলে দেখা যায়। তাহলে আসুন জেনে নিই Mi 11 Lite-এর সম্ভাব্য ফিচারগুলি।

Mi 11 Lite: স্পেসিফিকেশন

Mi 11 Lite ফোনে 6.55-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 90Hz। ফোনের টাচ স্যাম্পলিং রেট 240 হার্জেড। ডিসপ্লে 10-বিট ট্রু কালার এবং HDR10+ সাপোর্ট এর সাথে আসে। ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসর দেওয়া হয়েছে। ফোনে 6GB RAM এর সাথে 64GB এবং 128GB স্টোরেজ অপশন পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য Mi 11 Lite ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যা 64 মেগাপিক্সেল প্রাইমারি এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এঙ্গেল সহ আসে। ফোনটিতে একটি 5 মেগাপিক্সেল টেলি-ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফির জন্য, শাওমির ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Mi 11 Lite ফোনে পাওয়ার দিতে 4250mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনে ডুয়াল অডিও স্পিকার সেটআপ রয়েছে এবং এতে সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo