Xiaomi তাদের xiaomi Redmi 4 এর 2,50,000 ইউনিট ভারতে বিক্রি করল

Xiaomi তাদের xiaomi Redmi 4 এর 2,50,000 ইউনিট ভারতে বিক্রি করল
HIGHLIGHTS

কোম্পানি সম্প্রতি এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছিল

চিনের ফোন কোম্পানি Xiaomi দাবি করেছে যে কোম্পানি তাদের লেটেস্ট স্মার্টফোন xiaomi Redmi 4 এর 2,50,000 ইউনিট ভারতে অ্যামাজন ইণ্ডিয়ার মাধ্যমে বিক্রি করেছে। কোম্পানি সম্প্রতি এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছিল।

যদি Xiaomi Redmi 4  এর ফিচার্সের দিকে দেখা যায় তবে এতে 5 ইঞ্চির HD 2.5D  কার্ভড গ্লাস ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 1280×720 পিক্সেল যুক্ত। এতে 1.4GHz  অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 64-বিট প্রসেসার আছে।

এতে 505 GPUও দেওয়া হয়েছে। এটি 2GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এই ফোনের স্টোরেজকে মাইক্রোইউএসবি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে।

এর সঙ্গে এই স্মার্টফনে অ্যান্ড্রয়েড 6.0  মার্শমেলো অপারেটিং সিস্টেমের MIUI 8ও দেওয়া হয়েছে। এতে 4100mAh এর ব্যাটারিও দেওয়া হয়েছে। এর রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সালের, রেয়ার ক্যামেরার সঙ্গে ডুয়াল LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে।

এই ফোনটিতে কোম্পানি একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দিয়েছে। এটি হাইব্রিড ডুয়াল সিম যুক্ত। এটি 4G VoLTE সাপোর্ট করে । এতে একটি মাইক্রো USB পোর্টও আছে, এর থিকনেস 8.9mm আর এর ওজন 156 গ্রাম।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo