HIGHLIGHTS
2017 সালে এই সিরিজের প্রথম ফোন এসেছিল
এবার এই ফোনের তৃতীয় ফোন আসবে বলে মনে হচ্ছে
এই ফোনটির বিষয়ে টুইটারে একটি পোস্ট দেখে অনুমান করা হচ্ছে
আমরা জানি যে Xiaomi তাদের ক্যামেরা/সেলফির জন্য Redmi Y সিরিজের ফোন এনেছে আর এর প্রথম ফোন এসেছিল 2017 সালে আর এর পরে কোম্পানি এর মধ্যে এই সিরিজের দুটি ফোন লঞ্চ করেছে। আর এবার জানা গেছে যে কোম্পানি এই সিরিজের একটি নতুন ফোন ভারতে লঞ্চ করবে। আর মনে করা হচ্ছে যে এই সিরিজের নতুন মোবাইল ফোন Redmi Y3 নামে লঞ্চ করা হবে।
Surveyকোম্পানি সম্প্রতি তাদের Redmi Note 7 সিরিজ লঞ্চ করেছে আর এবার কোম্পানি দেশে তাদের নতুন ফোন লঞ্চ করার তোড়জোড় কেছে। আর কোম্পানির টুইটার অ্যাকাউন্ট থেকে হিন্ট পাওয়া গেছে যে এই ফোনটি Redmi Y সিরিজের ফোন হবে আর কারন এখানে হ্যাসট্যাগে YYY দেখা গেছে। এই YYY থেকে মনে করা হচ্ছে যে কোম্পানি তাদের Redmi Y3 ফোনটি লঞ্চ করবে।
You never run out of juice. Y should your phone? #YYY
How long does your phone last on a single charge? pic.twitter.com/OJxRtBEQD0— Redmi India (@RedmiIndia) April 11, 2019
Xiaomi India MD মনু কুমার জৈন একটি টুইটে এই বিষয়ে বলেছেন যে এই ফোনে 32MP র ক্যামেরা সেটআপ থাকবে, এর মানে এই যে সেলফি সেন্ট্রিক সিরিজ হওয়ার পরে এতে আপনারা একটি দারুন ক্যামেরা পাবেন। আর এই ফোনের বিষয়ে খবর Lu Weibing য়ের মাধ্যমে জানা গেছে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।