Xiaomi তাদের Redmi Y3 ফোনটি কিছু বাজারে Redmi 7 Pro নামে লঞ্চ করতে পারে
সম্প্রতি Xiaomi চিনে তাদের Redmi 7 ফোনটি লঞ্চ করেছে আর এখনও পর্যন্ত Redmi 7 Pro ফোনের বিষয়ে কিছু জানা যায়নি
হাইলাইট
- Redmi Y3 কিছু বাজারে Redmi 7 Pro নামে আসবে
- ভারতে কোন নামে আসবে তা জানা যায়নি
- এর আগে Redmi 6 Pro গত বছর কিছু বাজারে Mi A2 Lite নামে লঞ্চ করা হয়েছিল
Surveyসম্প্রতি wifi সার্টিফিকেশানের কাছ থেকে সংকেত পাওয়া গেছে যে Xiaomi তাদের Redmi 7 ফোনটি লঞ্চ করার পরে এবার কোম্পানি তাদের Redmi Y2 ফোনটির নতুন জেনারেশানের ডিভাইসের ওপরে কাজ করছে। আর এছাড়া ওয়াই ফাই সার্টিফিকেশানের মাধ্যমে এই ফোনের বিষয়ে আরও বেশ কিছু জানা গেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড পাই যুক্ত হবে। আর এছাড়া অন্য অনেক খবর পাওয়া গেছে।
আমরা যদি XDA ডেভলাপার্সদের বিষয়ে বলি তবে আপনাদের বলে রাখি যে তাদের অনুসারে Redmi Y3 ফোনটি কিছু বাজারে Redmi 7 Pro নামে লঞ্চ করা হতে পারে। আর ভারতে এই ফোনটি কোন নামে লঞ্চ করা হবে এখন সেটাই প্রশ্ন। ভারতে Redmi Y3 লঞ্চ হবে না কি Redmi 7 Pro ? এখন এটা একটা বড় প্রশ্ন।
আপনাদের বলে রাখি যে এই ফোনটি বা Redmi Y3 যে মডেল নম্বারের সঙ্গে দেখা গেছে আর এর কোডনেম যা তা অনেকটাই Redmi 7 য়ের সঙ্গে মিল রাখে। আর এই জন্য বলা হচ্ছে যে চিনের বাইরে Redmi Y3 ফোনটি Redmi 7 Pro নামে লঞ্চ করা হতে পারে।
আমরা যদি এর আগের কিছু গুজবের দিকে দেখি তবে বলা যেতে পারে যে Xiaomi এর আগেও এই রকমের কিছু করেছে, এর আগে কোম্পানি তাদের Redmi 6 Pro ফোনটি গত বছর কিছু বাজারে Mi A2 Lite নামে লঞ্চ করেছিল। আর এর আম্নে এই যে Xiaomi এবারও এই রকম কিছু করতেই পারে। তবে এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি যে কোন বাজারে এই ফোনটি কোন নামে আসবে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।