Redmi K30 Ultra স্মার্টফোন লঞ্চ, জেনে নিন এখানে সেরা 5টি ফিচার

Redmi K30 Ultra স্মার্টফোন লঞ্চ, জেনে নিন এখানে সেরা 5টি ফিচার
HIGHLIGHTS

স্মার্টফোন বাজারে হাজির হল Redmi K30 Ultra 5G

রেডমি K30 আল্ট্রা ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ একটি স্ক্রিন

Redmi K30 Ultra ফোনে মিডিয়াটেক Dimensity 1000+ এডিশন প্রোসেসর পাবেন

Xiaomi তার সর্বশেষতম মোবাইল ফোন REDMI K30 ULTRA লঞ্চ করে দিয়েছে। আপনাদের বলে দি যে সংস্থার এই নতুন মডেলটি Redmi K30 এবং Redmi K30 Pro এর মাঝখানের মডেল। এর আগে সংস্থাটি Redmi K30 Pro Zoom Edition মতো ফোনটিও লঞ্চ করেছিল। বলে দি যে রেডমি কে 30 আল্ট্রা ফোনে আপনি পাবেন 120Hz রিফ্রেশ রেট সহ একটি স্ক্রিন। এছাড়া আপনি ফোনটিতে মিডিয়াটেক Dimensity 1000+ এডিশন প্রোসেসর পাবেন। তবে K30 সিরিজের অন্য তিনটি মোবাইল ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া হয়েছে।

Redmi K30 Ultra দাম

Redmi K30 Ultra মোবাইল ফোনটি 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,999 চাইনিজ ইউয়ান অর্থাত্ ভারতীয় মূল্য় 21,500 টাকা, 8 জিবি র‌্যামের সাথে 128 জিবি স্টোরেজের দাম 2,199 ইউয়ান যা প্রায় 23,600 টাকা, 8 জিবি র‌্যাম সহ 256 জিবি স্টোরেজ এর দাম 2,499 ইউয়ান অর্থাৎ ভারতীয় মূল্য় 26,800 টাকা এবং 8 জিবি র‌্যাম সহ 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 2,699 ইউয়ান অর্থাৎ প্রায় 29,000 টাকা।

Redmi K30 Ultra ফিচার্স (Redmi K30 Top 5 features)

১- এই ফোনে একটি 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1080×2400 পিক্সেল রয়েছে। ডিসপ্লেটি অ্যামোলেড এবং এতে রিফ্রেশ রেট রয়েছে 120Hz এবং ব্রাইটনেস 1,200 নিট।

২- 5G সাপোর্ট সহ ফোনটিতে একটি মিডিয়াটেক Dimensity 1000+ প্রসেসর রয়েছে।

৩- Redmi K30 Ultra ফোনে একটি কোয়াড রিয়ার ক্য়ামেরা সেটআপ দেওয়া যার প্রাথমিক ক্য়ামেরা 64 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচারটি f/1.7। দ্বিতীয় লেন্সটি একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো, তৃতীয় লেন্সটি 13 মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স এবং চতুর্থ লেন্সটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 20-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

৪- এই ফোনে একটি 4500mAh ব্যাটারি রয়েছে যা 33W এর দ্রুত চার্জিংকে সপোর্ট করে। ফোনের বাক্সে আপনি একটি 33 ওয়াটের চার্জার পাবেন।

৫- ফোনটিতে ডুয়াল মোড 5G (NSA+SA), Wi-Fi 6, ইউএসবি টাইপ-সি পোর্ট, এনএফসি, ডুয়াল স্পিকার, অডিও জুম এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo