XIAOMI REDMI K20, REDMI K20 PRO ফোন দুটি লঞ্চ হল, এর বিষয়ে ডিটেলে জানুন

XIAOMI REDMI K20, REDMI K20 PRO ফোন দুটি লঞ্চ হল, এর বিষয়ে ডিটেলে জানুন
HIGHLIGHTS

Redmi K20 Pro ফোনটয়ি 7th জেনারেশানের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে এসেছে

Redmi K20 সিরিজটিতে 3D ফিনিস গ্লাস বডি দেওয়া হয়েছে

Redmi K20 Pro ফোনে পপ আপ সেলফি ক্যামেরা আছে

অনেক দিনের অপেক্ষার পরে স্মার্টফোন কোম্পয়ানি Redmi K20 ফোনের সিরিজ লঞ্চ করেছে। এই ফোন দুটি আজকে চিনে লঞ্চ হয়েছে। কোম্পানি Redmi K20 আর Redmi K20 Pro ফোন দুটি লঞ্চ করেছে। এদের মধ্যে স্পেক্স প্রায় একই রকমের হলেও এদের পার্থক্য ফোনের প্রসেসারে।

Redmi K20 Pro ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার আছে আর সেখানে Redmi K20 ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730 প্রসেসার যুক্ত। আর আসুন দেখা যাক এই ফোন দুটিতে কি কি আছে।

Redmi K20 আর Redmi K20 Pro ফোনের দাম ও অন্যান্য ডিটেলস

আমরা যদি দামের বিষয়ে বলি তবে Redmi K20 Pro ফোনটি চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে আর এর বেস ভেরিয়েন্ট 6GB/64GB আর এই ফোনের দাম 2499 RMB মানে প্রায় 25,000 টাকা। আর এই ফোনের 6GB/128GB ভেরিয়েন্টের দাম 2599 RMB মানে প্রায় 26,00 টাকা আর এই ফোনের 8GB/128GB র দাম 2799 RMB মানে প্রায় 28,000 টাকা। আর সেখানে এই ফোনের 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2999 RMB মানে রপায় 30,000 টাকা।

আর এর সঙ্গে Redmi K20 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে আর এর বেস ভেরিয়েন্ট 6GB/64GB আর এর দাম 1999 RMB মানে প্রায় 20,000 টাকা আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্টের দাম 2099RMB মানে প্রায় 21,000 টাকা রাখা হয়েছে।

Redmi K20 Pro র প্রথম সেল 1 জুন হবে আর সেখানে Redmi K20 ফোনটির প্রথম সেল 6 জুন হবে।

REDMI K2 PRO আর REDMI K20 ফোনের ফিচার্স আর স্পেক্স

Redmi K20 Pro ফোনটিতে 7th জেনারাশানের ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর Redmi K20 আর K2 Pro ফোন দুটি NFC সার্টিফায়েড। Redmi K20 Pro ফোনে 6.39 ইঞ্চির ফুল HD+ রেজিলিউশানের AMOLED ডিসপ্লে আছে। আর এই ফোনের নচে ডিসপ্লে নেই আর এতে ফ্রন্ট ক্যামেরাতে পপ আপ মেকানিজাম দেওয়া হয়েছে।

এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 আর এর স্ক্রিন টু বডি রেশিও 91% য়ের। আর কোম্পানি দাবি করেছে যে Redmi K20 Pro ফোনটির ডিসপ্লে HDR কন্টান্ট সাপোর্ট করে। ফোনের Pro ভেইর‍্যেন্ট AI স্মার্ট অপ্টিমাইজেশান যুক্ত যা ফোনের ব্যাটারির ক্ষমতা বারায়। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট দেওয়া হয়েছে।

আর সেখানে Redmi K20 সিরিজের ফুটি ফোনে ট্রিপ্লে রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। দুটি ফোনেই আপনারা 48MP র ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যা Sony IMX 586 সেন্সার যুক্ত। আর এই ফোনে এর সঙ্গে 8MP টেলিফটো লেন্স আছে আর এতে একটি 13MP র ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও আছে। ফ্রন্ট ক্যামেরাতে 20MP র পপ আপ মেকানিজাআম আছে। আর ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo