ডুয়াল স্ক্রিন এবং 50MP AI ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল নতুন Lava স্মার্টফোন, জানুন দাম কত
ভারতীয় স্মার্টফোন কোম্পানি Lava তার নতুন স্মার্টফোন Lava Blaze Duo 3 লঞ্চ করেছে। নতুন লাভা ব্লেজ ডুও 3 স্মার্টফোনটি মিড-সেগামেন্টে আনা হয়েছে। এই নতুন মিড-রেঞ্জ ডিভাইসে একটি ডুয়াল-স্ক্রিন সেটআপ রয়েছে। ডিভাইসটি উন্নত পারফরম্যান্স, ক্যামেরা এবং কিছু আকর্ষণীয় ফিচার সহ এসেছে, যা এই সেগমেন্টের অন্যান্য ডিভাইসে সাধারণত দেখা যায় না। ডিভাইসটি প্রতিদিনের কাজকে সহজ করার লক্ষ্য নিয়ে তৈরি এবং এটি বেশ সুবিধাজনক। আসুন লাভা ব্লেজ ডুও 3 ফোনের ভারতীয় দাম, স্পেসিফিকেশন এবং অন্যান্য বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
SurveyLava Blaze Duo 3 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী
ব্লেজ ডুও 3 স্মার্টফোনে রয়েছে 6.67-ইঞ্চি ফুল Full HD+ AMOLED ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট এবং 1.6-ইঞ্চি অ্যামোলেড রিয়ার প্যানেল 1.6-ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে। এটি ইউজারদের মেইন স্ক্রিন অন না করেই নোটিফিকেশন দেখা, মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ করা, সেলফি প্রিভিউ করা এবং কাস্টম অ্যানিমেশন দেখাতে সাপোর্ট করে।
আরও পড়ুন: Jio Recharge Plan: পুরো মাস মিলবে YouTube Premium সাবস্ক্রিপশন, সাথে ডেটা-কলিং এবং OTT সুবিধা
প্রসেসর হিসেবে ব্লেজ ডুও 3 স্মার্টফোনটি MediaTek Dimensity 7060 চিপসেটে কাজ করে। এটি 2.6GHz ক্লক স্পিডে চলে। এটি 6GB পর্যন্ত LPDDR5 RAM এবং 128GB UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা। পাওয়ার দিতে ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, ব্লেজ ডুও 3 ফোনে পাওয়া যাবে 50MP AI রিয়ার ক্যামেরা যা Sony IMX752 সেন্সর সহ আসে। এছাড়া 8MP ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সেকেন্ডারি রিয়ার ডিসপ্লে মেইন ক্যামেরা দিয়ে তোলা সেলফির জন্য ভিউফাইন্ডার হিসেবেও ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: লঞ্চ প্রাইস থেকে 24 হাজার টাকা সস্তা হল Samsung এর বেস্ট সেলিং স্মার্টফোন
ভারতে ব্লেজ ডুও 3 ফোনের দাম কত
দামের কথা বললে, ব্লেজ ডুও 3 স্মার্টফোনটি 16,999 টাকা দামে লঞ্চ হয়েছে। এই দামে ফোনের বেস মডেলটি কেনা যাবে। এটি দুটি কালার Imperial Blue এবং Moonlight Black অপশনে আনা হয়েছে। ফোনের বিক্রি Amazon সাইট থেকে বিক্রি হচ্ছে। লাভা ব্লেজ ডুও 3 ফোনের বিক্রি 19 জানুয়ারী থেকে শুরু হয় গেছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile