আজকে দুপুর 12টায় এই দুই সাওমি ফোন নিজের করুন

আজকে দুপুর 12টায় এই দুই সাওমি ফোন নিজের করুন

সাওমির দুই ফোন Redmi K20 আর Redmi K20 Pro ফোন দুটি আজকে দুপুর 12টার সময়ে বিক্রি করা হবে। আর এই সিরিজের ফোন এর আগেও বিক্রি করা হয়েছে। আর এই ফোন দুটি আপনারা ফ্লিপকার্ট, মি ডট কম আর মি স্টোর থেকে নিজের করতে পারবেন। আর ফোন দুটি আজকে তাদের চতুর্থ সেলে এসছে। এই দুটি ফোনই কোম্পানির মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ ডিভাইস হিসাবে লঞ্চ করা হয়েছে।

Redmi K20 আর Redmi K20 Pro ফোন দুটির দাম আর অফার

আপনারা যদি Redmi K সিরিজের ফোন কিনতে চান তবে আজকে K20 আর K20 Pro নিজের করতে পারবেন। আর এই Redmi K20 ফোনটি আপনারা 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ফোনের দাম 21,999 টাকা আর এই ফোনটির 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 23,999 টাকা আর সেখানে Redmi K20 Pro ফোনে আপনারা 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি আপনারা এখানে 27,999 টাকায় কিনতে  পারবনে আর এই ফোনটির 8GB র‍্যাম আর 256GB স্টোরেজটি 30,999 টাকায় কেনা যাবে।

Redmi K20 Pro ফোনের স্পেক্স

রেডমির K20 প্রো ফোনটি 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এই ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন যা 7th জেনারেশানের।

Redmi K20 Pro ফোনে এর সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 দেওয়া হয়েছে যা অ্যাড্রিনো 640 যুক্ত। আর এই ফোনে আপনারা ফ্রন্টে 20MP র পপ আপ ক্যামেরা পাবেন যা AI ক্যামেরা।

এই স্মার্টফোনের ব্যাকে তিনটি ক্যামেরা আছে যা AI ট্রিপেল সেটআপ যুক্ত আর এই ফোনে 48MP র ক্যামেরার সঙ্গে 13MP আর 8MP র ক্যামেরা আছে।

Redmi K20 ফোনের স্পেসিফিকেশান

Redmi K20 ফোনটিতে আপনারা একটি 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনেও 7th জেনারেশানের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা ব্যাকে 3D কার্ভড গ্লাস ব্যাক পাবেন।

ফোনটি স্ন্যাপড্র্যাগন 730 যুক্ত আর এই ফোনে 4000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। ফোনে একটি 20MP র পপ আপ ক্যামেরা দেওয়া হেয়ছে যা AI সাপোর্ট করে।

আর এই ফোনটি আপনারা AI ট্রিপেল ক্যামেরার সঙ্গে কিনতে পারবেন আর এই ফোনে 48MP আর 13MP আর 8MP র ক্যামেরা আছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo