মাত্র ৫ হাজার টাকায় Xiaomi ভারতে 20 মার্চে লঞ্চ করতে পারে Redmi 4A

মাত্র ৫ হাজার টাকায় Xiaomi ভারতে 20 মার্চে লঞ্চ করতে পারে Redmi 4A
HIGHLIGHTS

সাওমি রেডমি 4A স্মার্টফোন কে গত বছর নভেম্বরে চায়না মধ্যে লঞ্চ করেছিল, এবং হতে পারে যে এই ফোনের দাম মাত্র ৫ হাজার থেকে কম হবে.

আসন্ন ২০ মার্চ দেশের বাজারে দু’টি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে চিনা সংস্থা শাওমি (Xiaomi)৷ সংস্থার টিজারে অন্তত সেরকমই ইঙ্গিত মিলেছে৷ দুটি নতুন স্মার্টফোন রেডমি ফোর ও রেডমি ফোর-এ ভারতে আনতে পারে সংস্থাটি, দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের৷ গত বছরের নভেম্বরে চিনে ওই দু’টি স্মার্টফোন লঞ্চ করেছিল৷ রেডমি থ্রি সিরিজের উত্তরসূরী হতে পারে এই নয়া হ্যান্ডসেট লাইনআপ৷ শাওমির দাবি, ইতিমধ্যেই ভারতে ৩০ লক্ষ রেডমি থ্রি-এস হ্যান্ডসেট বিক্রি হয়ে গিয়েছে৷ অতি সম্প্রতি ভারতে লঞ্চ করেছে শাওমির নয়া রেডমি নোট ফোর৷ আমেজান থেকে 2,199 টাকায় কিনুন Mi 20000mAh Power Bank (White)

আরও দেখুন :  4GB র্যাম এবং ক্লাস লিডিং ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল মোটো'র প্রথম মেটাল বডি স্মার্টফোন, দাম আপনার বাজেটে..

কিন্তু এই মুহূর্তে রেডমি ফোর-এ হ্যান্ডসেটটি নিয়ে ভারতের বাজার সরগরম৷ ৫ ইঞ্চির ৭২০ পিক্সেল এইচডি ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট বিশিষ্ট হ্যান্ডসেটটির র‍্যাম ২ জিবি ও ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি৷ রেডমি ফোর হ্যান্ডসেটে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে, ৩ জিবি র‍্যাম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট৷ শাওমি রেডমি ফোর ও রেডমি ফোর-এ – দু’টি মডেলেরই রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্টে ৫ মেগাপিক্সেল৷ রেডমি ফোর হ্যান্ডসেটে রয়েছে ৪১০০ এমএএইচ৷ পাবেন কুইক চার্জ সাপোর্ট৷ অন্যদিকে, রেডমি ফোর-এ মডেলে পাবেন ৩১২০ এমএএইচ ব্যাটারি, পাবেন কুইক চার্জিংয়ের সুযোগও৷ আমেজান থেকে 2,199 টাকায় কিনুন Mi 20000mAh Power Bank (White)

রেডমি ফোর-এ হ্যান্ডসেটের দাম চিনা মুদ্রায় ৪৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার টাকা)৷ রেডমি ফোর হ্যান্ডসেটটির দাম চিনের বাজারে ৬০০ ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ৭০০০ টাকা৷ মার্চ মাসের শেষের দিকে দু’টি হ্যান্ডসেটই ভারতের বাজারে লঞ্চ করলে দাম ওই একই থাকতে পারে৷

আরও দেখুন : Dell Inspiron 113162 ল্যাপটপে অ্যামাজন দিচ্ছে ডিস্কাউন্ট

 আমেজান থেকে 12,799 টাকায় কিনুন Dell Inspiron 11 3162 11.6-inch Laptop

আরও দেখুন : ভোডাফোন এপ্রিল থেকে বন্ধ করতে চলেছে রোমিং কলে প্রিমিয়াম

আমেজান থেকে 946 টাকায় কিনুন Lenovo Power Bank PB410 5000mAh – Silver

 

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo