Xiaomi Redmi 3S, 3S Prime আর Redmi 4 MIUI 10 য়ের স্টেবেল আপডেট পেল

Xiaomi Redmi 3S, 3S Prime আর Redmi 4 MIUI 10 য়ের স্টেবেল আপডেট পেল
HIGHLIGHTS

সাওমির পুরনো বিখ্যাত ফোন Redmi 3S, 3S Prime আর Redmi 4 MIUI 10 য়ের স্টেবেলে আপডেট পেল

শেষ পর্যন্ত সাওমি তাদের পুরনো স্মার্টফোন Redmi 3S/3S Prime আর Redmi 4 য়ের জন্য MIUI 10 য়ের স্টেবেল রোম দিয়েছে। আর এই সময়ে এই আপডেট ভারতের ইউজার্সদের জন্য দেওয়া হয়েছে আর অ্যান্ড্রয়েড 8.1 ওরিও এসেছে।সাওমির এই MIUI 10 V10.1.1.0.NAMMIFI আপডেট সাইজ 1392MB।  Redmi 3S/3S Prime য়ের জন্য এই আপডেট V10.1.1.0.MALMIFI ভার্সেন নম্বরের সঙ্গে এসেছে আর এর সাইজ 1.3GB।

আর এই নতুন আপডেট বেশ কিছু দারুন ফিচার্সের সঙ্গে এসেছে। ইউজার্সরা এই আপডেটের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস ফুল স্ক্রিন এক্সপিরিয়েন্সের সঙ্গে পাবে। আর এর মধ্যে নতুন ন্যাচারাল সাউন্ড সিস্টেম আছে। আর এছাড়া আপডেটে কোন নতুন উন্নতি আর অপ্টিমাইজেশান দেওয়া হয়েছে।

লেটেস্ট আপডেটের ক্ষেত্রে এটা জানার জন্য ইউজার্সদের সেটিংসে যেতে হবে আর সেখানে অ্যাবাউট ফোনে দেওয়া সিস্টেম আপডেট অপশানে ক্লিক করে চেক ফর আপডেট অপশান বাছতে হবে। MIUI 10 স্টেবেল আপডেট ম্যানুয়াল ম্যানুয়াল ফ্ল্যাশের জন্য কোম্পানি স্মার্টফোনের জন্য ফাস্টবুট আর রিকভারি ROM লিঙ্ক শেয়ার করেছে।

আর এই স্পতাহের প্রথমে Redmi 5 MIUI 10.1 য়ের গ্লোবাল বিটা পেয়েছে আর ডুয়াল 4G VoLTE পেয়েছে। আর এর মানে এই যে এই ফোনে লেটেস্ট সফটোয়্যারে আপডেট করার পড়ে Redmi 5 ফোনের ইউজার্সরা দুটি সিমে 4G কল করতে পারবে। Redmi 5 য়ের জন্য MIUI 10.1 বিটা বিল্ড নম্বর 8.1.0. OPM1.17109.026 য়ের সঙ্গে এসেছে আর এর সঙ্গে নভেম্বরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও আছে। আর এর সঙ্গে এটা জানা যায়নি যে Xiaomi Redmi 5 ইউজার্সরা এর স্টেবেল আপডেট কবে পাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo