HIGHLIGHTS
সাওমির PocoF1 ফোনটি আজকে আরও একবার দুপুর 12টায় ফ্লিপকার্টে কেনা যাবে, এর প্রাথমিক দাম 20,999 টাকা
আজকে সাওমির একটি অন্যতম সেরা ফোন Poco F1 কেনা যাবে। এই ফোনটিকে কোম্পানি মিড রেঞ্জ স্মার্টফোন হিসাবে লঞ্চ করেছে। আর এই ফোনটি এর আগেও একবার সেলে এসেছে। আপনারা যদি সেই সেলে এই ফোনটি কিনে না থাকতে পারেন তবে আজকের দুপুর 12টায় ফ্লিপকার্টের সেলে এই ফোনটি কেনা যাবে।
SurveyXiaomi তাদের Poco F1 ফোনটি বেশ কিছু দামে লঞ্চ করেছে। এই ফোনটির 6GB/64GB ভেরিয়েন্টের দাম 20,999 টাকা। আর এই ফোনের 6GB/128GB ভেরিয়েন্টের দাম 23,999টাকা আর এই ডিভাইসটির স্পেশাল Armored Edition য়ের দাম 28,999 টাকা থেকে শুরু হচ্ছে আর এর র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট হল 8GB/256GB।
এই Poco F1 ফোনটি একটি হাই এন্ড চিপসেট ছাড়া অন্য স্পেক্সের বিষয়ে যদি কথা বলি তবে এই ফোনে 12MP+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরাস সেটআপের সঙ্গে একটি 20 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর এই ফোনে 4,000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি 3.0 কুইক চার্জ সাপোর্ট করে।
ফোনটিতে একটি 6.18 ইঞ্চির FHD+18:7:9 অ্যাস্পেক্ট রেশিও আছে আর এই ফোনে নচও দেওয়া হয়েছে। আপনারা এই ফোনে একটি হাইব্রিড ডুয়াল সিম স্লট পাবনে আর এছাড়া এই ফোনটি স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট আর 4,000mAh য়ের ব্যাটারি যুক্ত।