108MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল XIAOMI MI NOTE 10

108MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল XIAOMI MI NOTE 10
HIGHLIGHTS

108মেগাপিক্সালের পেন্টা ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে

ফোনে আছে 5260mAh ব্যাটারি

চিনে MI CC9 লঞ্চ হওয়ার পরে এটি শাওমি Mi Note 10 নামে লঞ্চ করেছে। এই ফোনটির বৈশিষ্ট্য এর 108MP র ক্যামেরা লেন্স যা পেন্টা ক্যামেরা অফার করে। আর এই ফোনে আছে একটি 5260mAh য়ের ব্যাটারি। এই মি নোট 10 আসলে Mi CC9 প্রোর রিব্র্যান্ডেড ভার্সান আর এটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর MIUI 11 য়ে চলে।

মি নোট 10 য়ের স্পেক্স

এই Mi Note 10 ফোনে আপনারা পাবেন 6.47 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আর এর রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর এই ফোনে আপনারা একটি ডট নচ পাবেন। আর ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 আর এর কন্ট্রাস্ট রেশিও 400000:1। আফ রেই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730G । ফোনে আছে 6GB র‍্যাম আর 8GB র‍্যাম আর এই ফোনের স্টোরেজ 128GB আর 256GBর।

Mi CC9 Pro ফোনের ক্যামেরাতে 108MP র ম্নে ইয়ামেরার সঙ্গে 12MP র ক্যামেরা 5MP র ক্যামেরা আর একটি 5MP র ক্যামেরা একটি 20MP র ক্যামেরা আর একটি 2MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে আছে AI য়ের সব ফিচার।

এই ফোনে আপনারা 5260mah য়ের ব্যাটারি পাবেন যা 30W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে আছে NFC, Hi-Res Audio সাপোর্ট। আর এই ফোনটি প্রথম ফোন যা আল্ট্রা থিন অপ্টিকাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত হবে।

Mi Note 10 য়ের দাম

Mi Note 10 ফোনে আপনারা 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ পাবেন জার দাম  549 Euros (প্রায় 43,205 টাকা) আর এই ফোনের 8GB র‍্যাম আর 256GB স্টোরেজের দাম  649 Euros(প্রায় 51,105 টাকা) আর এই ফোনটি ভারতে আশার বিষয়ে এখনও কিছু জানা জায়নি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo