খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলা এই সাওমি ফোনটির বিষয়ে কিছু খবর পাওয়া গেছে

HIGHLIGHTS

এই ডিভাইসটির ব্যাক প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট কাটআউট আর সাওমির লোগো না থাকলে এটি Mi Mix 3 আর iPhone X এর সঙ্গে গুলিয়ে যাবে

খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলা এই সাওমি ফোনটির বিষয়ে কিছু খবর পাওয়া গেছে

সাওমির লাইনআপ Mi Mix বেজেল-লেস ট্রেন্ড শুরু করেছিল আর এবার এই দিকে সাওমির এক নতুন সদস্য হতে চলেছে, যা  Mi Mix 3 নামে পরিচিত হতে পারে। রেয়ার প্যানেলের লিক ছবি থেকে এটা বোঝা গেছে যে এই ফোনটির ব্যাকে ডুয়াল ভার্টিকাল থাকবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর যদি ডিভাইসের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট কাটআউট আর সাওমির লোগো না থাকলে তা Mi Mix 3 আর iPhone X এর সঙ্গে গুলিয়ে যেতে পারে।

এই ছবি থেকে এটা অনুমান করা হচ্ছে যে কোম্পানি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইস Mi Mix এ কাজ করছে। কোম্পানি ভার্টিকাল ক্যামেরা সেটআপকে আলাদা ডিজাইন দবে বলে ঘোষনা করেছে একটি ফোন (Mi 5s Plus) এ গ্লাসে এক পিসে দুটি লেন্স আর অন্যটি ডিভাইসটিতে (Mi 6) এ দুটি আলাদা আলাদা হোল যুক্ত দুটি লেন্স দেওয়া হয়েছে।

সাওমির ফাউন্ডার Lei Jung এর ঘোষনা অনুসারে Mi Mix 3 তে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC থাকবে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo