Xiaomi MI Max 4 আর Mi Max 4 Pro ফোন গুলির স্পেসিফিকেশান আর দাম জানা গেছে

HIGHLIGHTS

Xiaomi র Mi Max 4 আর Mi Max 4 Pro ফোনটি Weibo তে দেখা গেছে, আর এখানে এই ডিভাইসের দাম আর স্পেক্সের বিষয়ে জানা গেছে

Xiaomi MI Max 4 আর Mi Max 4 Pro ফোন গুলির স্পেসিফিকেশান আর দাম জানা গেছে

Xiaomi তাদের Redmi Note 7 ফোনটি চিনে লঞ্চ করেছে আর কোম্পানি তাদের নতুন Mi Max ফ্যাব্লেটের ওপর কাজ করছে। আর নতুন লিক অনুসারে Weibo তে MI Max 4 য়ের পরবর্তী দুটি মডেলের স্পেক্স আর দাম দেখা গেছে। লিক অনুসারে এই দুটি ডিভাইসে একটি স্ট্যান্ডার্ড Mi Max 4 আর অন্য বেশি প্রিমিয়াম Mi Max 4 Pro ফোনটি আসতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

রিপোর্ট অনুসারে সাওমির পরবর্তী ফোন Mi Max 4 য়ে 7.2 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে আর এর টপে ওয়াটার ড্রপ নচ থাকবে আর বটমে ন্যারো বেজেল দেওয়া হবে। আর এই ডিভাইসের রেয়ার আর ফ্রন্ট প্যানেলে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান থাকবে। আর প্রসেসারের কথা বললে এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC থাকবে।

বলা হচ্ছে যে Mi Max 4 য়ে Redmi Note 7 য়ের মতন একই রেয়ার ক্যামেরা থাকতে পারে আর এই স্মার্টফোনে লেটেস্ট MIUI 10 থাকার সম্ভাবনা আছে। আর সুপার নাইট সিন মোড থাকবে। আর এই ডিভাইসে 5,800mAh য়ের ব্যাটারি থাকতে পারে।

লিক অনুসারে Mi Max 4 তিনটি ভেরিয়েন্টে আসবে। আর এই ফোনের দামর বিষয়ে বললে বলতে হয় 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়ন্টের দাম RMB 1,599(প্রায় 17,000 টাকা) হবে আর সেখানে 6GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম RMB 1,799 (প্রায় 19,500টাকা) হবে। আর এছাড়া এই ডিভাইসের টপ এন্ড ভেরিয়েন্ট 6GB র‍্যাম আর 128GB স্টোরেজে আসবে আর এর দাম RMB 1,999(প্রায় 21,500 টাকা) হবে।

Mi Max 4 Pro ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 SoC থাকতে পারে আর এই ডিভাইসে আন্ডার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে। আর এই ডিভাইসে 48MP র সোনু IMX586 থাকতে পারে আর যা 960 fps য়ে স্লো মোশান ভিডিও নিতে পারে। আর এই ডিভাইসের ফ্রন্টে 20MP র ক্যামেরা দেওয়া হতে পারে। আর এই ডিভাইসটির একটি ভেরিয়েন্ট 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ হতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo