Xiaomi Mi Max 2 স্মার্টফোন 25 মে লঞ্চ হতে পারে

Xiaomi Mi Max 2 স্মার্টফোন 25 মে লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

এর আগে গুজব ছিল যে এই স্মার্টফোনটি হয়ত 23 মে লঞ্চ হতে পারে

সাম্প্রতিক গুজব বলেছিল যে Xiaomi Mi Max 2 স্মার্টফোনটি 23 মে লঞ্চ হতে পারে। এবার একটি নতুন খবর পাওয়া গেছে, যে খবরে বলা হয়েছে যে, Xiaomi Mi Max 2, 25 মে চিনে লঞ্চ হতে পারে। সাওমি এবার অফিসিয়ালি Xiaomi Mi Max 2 র বিষয়ে একটি টিজার নিয়ে এসেছে। এই টিজারে ওয়েবে শেয়ার করা হয়েছে।

এখনও অব্দি Xiaomi Mi Max 2 র বিষয়ে অনেক ধরনের লিক সামনে এসেছে, এই লিক গুলিতে এই ফোনটির বিষয়ে অনেক খবর পাওয়া গেছে। এখন যে খবর পাওয়া গেছে সেই খবর অনুসারে, Xiaomi Mi Max 2 তে 12 মেগাপিক্সালের সোনি IMX378 সেন্সার থাকবে, সামনের দিকে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে। এর রেয়ার ক্যামেরা 4K (3840 x 2160) রেজিলিউশনে ভিডিও রেকর্ডিং করা যাবে। এই স্মার্টফোনে মেটাল বডি ডিজাইন থাকবে।

আরো দেখুনঃ Sansui Horizon 2 Rs 4,999 তে লঞ্চ হল

এছাড়া জানা গেছে যে, Xiaomi Mi Max 2 তে মেটাল বডি ডিজাইন থাকবে। ফোনের রেয়ার অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও থাকবে।

এর সঙ্গে Xiaomi Mi Max 2 তে 6.4 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল হবে। এটি 4GB বা 6GB র‍্যাম যুক্ত হবে। এর সঙ্গে এতে 64GB/128GBর ইন্টারনাল স্টোরেজ অপশনও থাকতে পারে। এই স্মার্টফোনটির দাম 1,499 Yuan (প্রায় Rs 14,013) থেকে শুরু হতে পারে। এর শক্তিশালী ভেরিয়েন্টটির দাম 1,699 Yuan (প্রায় Rs 15,883) হতে পারে। এটি 5000mAh এর ব্যাটারি যুক্ত হবে।

আরো দেখুনঃ  Samsung Z4 আজ ভারতে সেলের জন্য পাওয়া যাবে

আরো দেখুনঃ Samsung Galaxy Note 7 কে Galaxy Note FE নামে লঞ্চ করা হবে

সোর্সঃ

Digit.in
Logo
Digit.in
Logo