Xiaomi Mi Max 2, Mi 6 জুলাই ভারতে লঞ্চ হতে পারে

Xiaomi Mi Max 2, Mi 6 জুলাই ভারতে লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

কোম্পানি 23 জুলাই ফ্ল্যাশ সেল করবে

চিনের ফোন কোম্পানি Xiaomi কাল চিনে Mi Max 2  স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে। কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 6 কে এপ্রিলে লঞ্চ করা হয়েছিল। এবার খবর পাওয়া গেছে যে জুলাই মাসে এই দুটি স্মার্টফোনকে ভারতে লঞ্চ করা হবে।

কোম্পানি 23 জুলাই ফ্ল্যাস সেল করবে। Xiaomi Mi Max 2 তে 12MP’র সোনি IMX378 রেয়ার সেন্সার থাকবে, সামনের দিকে এতে 5MP’র ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ক্যামেরাটি দিয়ে 4K (3840 x 2160) রেজিলিউশনে রেকর্ড করা যাবে। এই স্মার্টফোনটি মেটাল বডি ডিজাইনের। ফোনের রেয়ার অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।

এর সঙ্গে Xiaomi Mi Max 2 তে 6.4-ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল হবে। এটি 4GB বা 6GB র্যা ম বিশিষ্ট হবে। ওয়ে ইন্তারনাল স্টোরেজের অপশন 64GB/128GB হবে। এই স্মার্টফোনটির দাম 1,499 Yuan (প্রায় Rs 14,013) থেকে শুরু হতে পারে। এর বেশি পাওয়ারফুল ভেরিয়েন্টটির দাম 1,699 Yuan (প্রায় Rs 15,883) হতে পারে। এর ব্যাটারি 5000mAh এর হবে। সেখানে Mi 6 এ 6GB র্যা ম থাকবে।

আগেও এই স্মার্টফোনটির বিষয়ে অনেক খবর সামনে এসেছে। পাওয়া খবর অনুসারে Mi 6 এ একটি ফিঙ্গাররপ্রিন্ট স্ক্যানার থাকবে, যা ফোনের সামনের দিকে থাকবে। এটি IP68 সার্টিফিকেশন প্রাপ্ত হবে, যা একে ডাস্ট আর ওয়াটার রেজিস্টেন্স করবে। এছাড়া এতে USB টাইপ-C পোর্টও থাকবে।

Xiaomi Mi 6 এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.1.1 হবে। এতে 5.1ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে। এটি ডুয়াল কার্ভড গ্লাস ডিসপ্লে হতে পারে। এই ফোনটিতে 64GB আর 128GB’র স্টোরেজ অপশন থাকবে। এতে 12MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা থাকবে যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।

সোর্সঃ                 

Digit.in
Logo
Digit.in
Logo