HIGHLIGHTS
আজ দুপুর 12টার সময়ে MI A3 লঞ্চ করা হবে
এই ফোনে একটি 48MP র AI ট্রিপেল ক্যামেরা থাকবে
ফোনটি 4,030mAh য়ের ব্যাটারির সঙ্গে আসার সম্ভবনা আছে
আজকে ভারতে সাওমির ফোন Xaiomi MI A3 লঞ্চ করা হবে। আর এই ফোনটি একটি অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের ফোন। ফোনে আপনারা 48MP র AI ট্রিপেল ক্যামেরা পাবেন। এই ফোনে আপনারা পেতে পারেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 SoC।
Surveyএই ফোনটি আজকে ভারতে দুপুর 12টার সময়ে লঞ্চ করা হবে। আর আপনারা চাইলে এই ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ দেখতে পারবেন।
আজ দুপুর 12টার সময়ে শুরু হতে চলা এই ফোনের লাইভ ইভেন্ট আপনারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।
এই ফোনটি এর মধ্যে ভারতের বাইরে লঞ্চ হয়েগেছে। আর এই ফোনটি ভারতে সেই সব স্পেক্স আর ফিচার্সের সঙ্গেই আসবে বলে মনে করা হচ্ছে। এইফনে আপনারা একটি 6.08 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই থাকবে যা অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অন্তর্গত। ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 665 SoC আর এই ফোনে আপনারা 4GB র্যামের সঙ্গে পাবেন 64GB/128GB স্টোরেজ অপশান। ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট ও পাওয়ার সম্ভবনা আছে।
ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যা 48MP মেন ক্যামেরার সঙ্গে AI ক্যামেরা দেবে। আর এই ফোনে একটি 4,030mAH য়ের ব্যাটারি থাকতে পারে।