Xiaomi Mi 6c স্মার্টফোনটি অনলাইনে দেখা গেছে

HIGHLIGHTS

এর আগে 2015 সালে কোম্পানি Mi 4c লঞ্চ করেছিল

Xiaomi Mi 6c স্মার্টফোনটি অনলাইনে দেখা গেছে

চিনের ফোন কোম্পানি Xiaomi গত মাসে Mi 6 লঞ্চ করেছিল। এবার খবর পাওয়া গেছে যে কোম্পানি একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে। এই স্মার্টফোনটি Xiaomi Mi 6 এর নতুন ভার্শান হতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Xioami Jason নামে একটি স্মার্টফোন বেঞ্চমারকিং ওয়েবসাইট GFXBench এ দেখা গেছে। মনে করা হচ্ছে যে এই স্মার্টফোনটি Mi 6c। এর আগে 2015 সালে কোম্পানি Mi 4c লঞ্চ করেছিল।

আরও দেখুনঃ Sony Xperia XZs এর সম্পর্কে এই ভিডিওটিতে ডিটেলসে জানুন   

লিস্টিং অনুসারে এই ডিভাইসটিতে 5.1  ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিভাইসটি ফাইব ফিঙ্গার জেসচার সাপোর্ট করবে। এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 2.2GHz  অক্টা কোর প্রসেসার আছে। এই ডিভাইসে 6GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে।

এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 7.1.1  নৌগাট অপারেটিং সিস্টেম থাকবে। এই ডিভাইসের ব্যাটারির বিষয়ে কোন খবর পাওয়া যায়নি। এই ডিভাইসটিতে 12  মেগাপিক্সালের অটোফোকাস ক্যামেরা আছে। কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে ব্লুটুথ GPS, NFC আর WiFi আছে।

আরও দেখুনঃ Moto Z2 Play স্মার্টফোনটি 3000mAh ব্যাটারি যুক্ত হবে, ফিরে আসবে মোটো মোডস ফিচার

আরও দেখুনঃ Yu লঞ্চ করবে নতুন Yureka ব্র্যান্ড স্মার্টফোন

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo