সাওমি Mi6 এর ভেরিয়েন্টের দাম হল লিক

HIGHLIGHTS

সাওমি Mi6 এ 5.15 ইঞ্চি ফুল HD ডিসপ্লে আছে যার রেজিলিউশন 1920x 1080p

সাওমি Mi6 এর ভেরিয়েন্টের দাম হল লিক

সাওমি Mi 6 স্মার্টফোনটিকে সম্প্রতি চাইনিজ রিলিজিং ওয়েবসাইটে লিস্টেড দেখা গেছে. অপটামার্ট এই ডিভাইসের দাম এবং স্পেসিফিকেশন সামনে নিয়ে এসছে. বলা হচ্ছে যে এই স্মার্টফোনটি আগামী মাসে লঞ্চ করা হতে পারে.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এখন চিনে এই ফোনটির দাম নিয়ে খবর লিক হয়েছে. এই লিক অনুসারে এই ফোনটি তিনটি আলাদা ভেরিয়েন্ট এ পাওয়া যাবে. Mi 6 এ 4GB র্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ আছে. অপর একটি ভেরিয়েন্ট 4GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত. এছাড়া এই স্মার্টফোনটির তৃতীয় ভেরিয়েন্টও আছে যাতে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ মেমারি আছে.

আরো দেখুন: Airtel খুব তাড়াতাড়ি দেবে VoLTE সাপোর্ট, জিও কে দেবে টক্কর

এই ভেরিয়েন্টটির দাম Rs.18,982, Rs. 21,831 ও Rs.25,629. লিক হওয়া খবর অনুসারে সাওমি Mi6 প্লাস 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ আর 8GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ এই তিন ভেরিয়ান্ট এ পাওয়া যাবে. এই তিনটি ভেরিয়ান্টের দাম যথাক্রমে: Rs.24,680, Rs.28,478  এবং Rs. 33,226.    

সাওমি Mi6 এ 5.15 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে যার রেজিলিউশন 1920 X 1080p. এতে AMOLED ডিসপ্লে আছে. এই ডিভাইসটিতে স্ন্যাপড্র্যাগন 835 কোয়াড-কোর প্রসেসার আছে, যার সঙ্গে 4GB/6GB র্যাম উপস্থিত আছে. এর ইন্টারনাল স্টোরেজ 32GB/64GB/128GB র. 

 আরো দেখুন: অ্যাপেল ভারতে তারাতারি আইফোন 6 ও 6s এর ম্যানুফ্যাকচারিং শুরু করবে

আরো দেখুন: নোকিয়া 7, নোকিয়া8 এর ডিজাইন হল লিক

সোর্স:

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo