বিশ্বের সবচেয়ে ফাস্ট চার্জিং 120W সহ Mi 10 Ultra লঞ্চ, ফোনে রয়েছে এই ১০টি সেরা ফিচার

বিশ্বের সবচেয়ে ফাস্ট চার্জিং 120W সহ Mi 10 Ultra লঞ্চ, ফোনে রয়েছে এই ১০টি সেরা ফিচার
HIGHLIGHTS

Mi 10 Ultra ফোনটিতে একটি ভিসি লিকুইড কুলিং সিস্টেমও রয়েছে যা মাল্টিলেয়ার গ্রাফাইট সহ আসে

Xiaomi Mi 10 Ultra 16 জিবি র‌্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে

Mi 10 Ultra ফোনে অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক MIUI 12 পাবেন

Xiaomi Mobile Phone অবশেষে তার নতুন স্মার্টফোন মি ১০ আল্ট্রা (Mi 10 Ultra) লঞ্চ করেছে। শাওমি তার ১০ তম বার্ষিকীতে এমআই 10 আল্ট্রা স্মার্টফোন লঞ্চ করছে। Mi 10 Ultra ফোনের ফিচার সম্পর্কে যদি বলি তবে এই ফোন বিশ্বের দ্রুততম চার্জিং সপোর্ট সহ বাজারে আসে। ফোনে থাকছে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ। আসুন এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই …

Xiaomi Mi 10 Ultra দাম

Mi 10 Ultra-র 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 5,299 চাইনিজ ইউয়ান অর্থাত্ প্রায় 57,000 টাকা। অছাড়া 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজটির দাম 5,599 ইউয়ান অর্থাৎ প্রায় 60,100 টাকা ও 12 জিবি + 256 জিবি দাম 5,999 ইউয়ান অর্থাৎ 64,400 প্রায়, এবং 16 জিবি + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,999 ইউয়ান অর্থাত্ 75,200 টাকা রাখা হয়েছে। এমআই 10 আল্ট্রা ফোনের ট্রাস্পরেন্ট এডিশনও পাওয়া যাবে। এই ফোনের বিক্রি চীনে 16 আগস্ট থেকে শুরু হবে। ভারতে এর প্রাপ্যতা সম্পর্কে বর্তমানে কোনও তথ্য দেওয়া হয়েনি।

Xiaomi Mi 10 Ultra Top 10 Feature

যদি শাওমি মি ১০ আল্ট্রা ফোনের ফিচার সম্পর্ক যদি বলি তবে এই ফোনে রয়েছে ১০টি বিশেষ ফিচার…

১- Mi 10 Ultra ফোনে অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক MIUI 12 পাবেন।

২- শাওমি মি ১০ আল্ট্রা ফোনে একটি 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে রয়েছে যার সাথে রিফ্রেশ রেট 120Hz।

৩- এমআই 10 আল্ট্রা ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, 16 জিবি র‌্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ ফোনে পাওয়া যাবে। 

৪- Mi 10 Ulta ফোনটিতে একটি ভিসি লিকুইড কুলিং সিস্টেমও রয়েছে যা মাল্টিলেয়ার গ্রাফাইট সহ আসে।

৫- ক্যামেরার কথা বললে, এই ফোনে একটি কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে যা কাস্টম ইমেজ সেন্সর সপোর্ট সহ আসে। ফোনে দ্বিতিয় লেন্স একটি 20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল, তৃতীয় লেন্সটি 12 মেগাপিক্সেলের পোর্ট্রেট মোড এবং চতুর্থ লেন্সটি 120x আল্ট্রা জুম সহ একটি টেলিফোটো লেন্স।

৬- ক্যামেরা সহ অ্যান্টি-ফ্লিকার এবং লেজার অটো ফোকাসও সরবরাহ করা হয়েছে।

৭- এই ফোনটি 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি তোলার জন্য একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা সরবরাহ করা হয়েছে।

৮- শাওমির এই নতুন ফোনে 4500 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা 120W দ্রুত চার্জিং সমর্থন করে।

৯- কোম্পানি দাবি করে যে এই ফোনটি বিশ্বের দ্রুততম চার্জিং ফোন। এবং এই ফিচারের মাধ্য়মে আপনার ফোন মাত্র 23 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।

১০- Mi 10 Ultra ফোনে 50w পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে ওয়্যারলেস চার্জিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টেরিও এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo