Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+ লঞ্চ, রয়েছে দুর্দান্ত ফিচার

Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+ লঞ্চ, রয়েছে দুর্দান্ত ফিচার
HIGHLIGHTS

Redmi Note 11 সিরিজ চিনের মার্কেটে লঞ্চ করেছে

এই সিরিজের ফোনগুলিতে রয়েছে MediaTek চিপসেট

Redmi Note 11 Pro+ মডেলে আসছে 120W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে

Redmi Note 11 সিরিজ নিয়ে হাজির টেক জায়েন্ট ব্র্যান্ড Xiaomi । এই সিরিজের স্মার্টফোনে রয়েছে Redmi Note 11, Note 11 Pro এবং Note 11 Pro+ মডেল। চিনে 28 অক্টোবর অনলাইন ইভেন্টের মাধ্যমে লঞ্চ করেছে এই হ্যান্ডসেট সিরিজ। এই স্মার্টফোন লাইনআপ Redmi Note 10 সিরিজের পরের জেনারেশন লাইনআপ হিসেবে লঞ্চ হয়েছে। জানা যাচ্ছে যে এই সিরিজের মডেলগুলি গ্লোবাল মার্কেটেও খুব তাড়াতাড়ি লঞ্চ করবে।

Redmi Note 11 সিরিজের প্রতিটি মডেলেই রয়েছে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে। এই সিরিজের টপ এন্ড ভার্সন Redmi Note 11 Pro+ মডেলে থাকছে 120W ফাস্ট চার্জের সাপোর্ট। শাওমি ব্র্যান্ড নতুন সিরিজের পাশাপাশি চিনে লঞ্চ করেছে Redmi Watch 2 । আসুন দেখে নেওয়া যাক নতুন সিরিজের ফোনগুলি কেমন দামে পাওয়া যেতে পারে-

Redmi Note 11 স্মার্টফোনের দাম-

Redmi Note 11 ডিভাইসের 4GB RAM+ 128GB স্টোরেজ মডেলের দাম রয়েছে CNY 1199 , যা ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 14,000 টাকা মতন। 6GB RAM+128GB স্টোরেজ মডেল চিনে কেনা যাবে CNY 1299 বা 15,200 টাকায়। অন্যদিকে 8GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে CNY 1499 ( 17,500 টাকা) এবং 8GB RAM+256GB ভ্যারিয়েন্ট মিলবে CNY 1699 বা 19,800 টাকায়।

Redmi Note 11 Pro স্মার্টফোনের দাম-

Redmi Note 11 Pro হ্যান্ডসেটের চিনে দাম শুরু হচ্ছে CNY 1599 বা 18,700 টাকা থেকে। এই দামে পাওয়া যাবে 6GB RAM+ 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট । CNY 1899 বা 22,200 টাকার মধ্যে কেনা যেতে পারে এই মডেলের 8GB RAM +128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। ভারতীয় মুল্যে 24,500 টাকা বা CNY 2099 দামে Redmi Note 11 Pro ফোনের 8GB RAM+256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট চিনে কেনা যাবে।

Redmi Note 11 Pro+ স্মার্টফোনের চিনে দাম-

Redmi Note 11 Pro+ হ্যান্ডসেটের 6GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের চিনে দাম রয়েছে CNY 1899 বা 22,200 টাকা। 8GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের চিনে দাম CNY 2099 বা 24,500 টাকা। 8GB RAM+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রয়েছে CNY 2299 বা 26,900 টাকা।

Redmi Note 11 স্মার্টফোনের স্পেসিফিকেশন-

Redmi Note 11 স্মার্টফোন আসছে 6.6 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সঙ্গে। এতে রয়েছে 90HZ রিফ্রেশ রেটের ডিসপ্লের সঙ্গে অ্যামোলয়েড প্যানেল। এই হ্যান্ডসেট কাজ করবে মিডিয়াটেক Dimensity 810 চিপসেটে। এই ফোন আসছে 5,000 mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জের সাপোর্ট সমেত। Redmi Note 11 মডেলে রয়েছে 50MP রিয়ার ক্যামেরা এবং 8MP সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 13MP ক্যামেরা।

Redmi Note 11 Pro মোবাইলের স্পেসিফিকেশন-

Redmi Note 11 Pro ফোন আসছে 6.67 ইঞ্চির 120Hz রিফ্রেশ রেটের অ্যামোলয়েড ডিসপ্লের সঙ্গে। এতে রয়েছে DCI P3 ওয়াইড কালার গামুট। এই হ্যান্ডসেটের টাচ স্যাম্পেলিং রেট 360Hz । এই স্মার্টফোন আসছে মিডিয়াটেক Dimensity 920 চিপসেটের সঙ্গে। সবচাইতে বেশি স্টোরেজ স্পেসিফিকেশন হিসেবে এই মডেল আসবে 8GB RAM এবং 256GB ইন্টারনালের সাথে। এই Redmi Note 11 Pro মডেল চলবে Android 11 অপারেটিং সিস্টেমে। এতে থাকবে 5,160 mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জের সাপোর্ট।

Redmi Note 11 Pro স্মার্টফোন আসছে 108MP রিয়ার ক্যামেরা ফিচারের সাথে। এই হ্যান্ডসেটে থাকবে JBL ব্র্যান্ডের স্পিকার, ডলবি অ্যাটমোস অডিও সাপোর্টের সাথে।

Redmi Note 11 Pro+ ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন-

Redmi Note 11 সিরিজের টপ এন্ড মডেল Redmi Note 11 Pro+ আসছে 6.67 ইঞ্চির 120HZ রিফ্রেশ রেটের অ্যামোলয়েড ডিসপ্লের সঙ্গে। এই ফোনে রয়েছে 360Hz টাচ স্যাম্পেলিং রেট। এই হ্যান্ডসেট চলবে মিডিয়াটেক Dimensity 1200 AI প্রসেসরের সঙ্গে। স্টোরেজ হিসেবে থাকতে পারে সবচাইতে বেশি 8GB RAM এবং 256GB ইন্টারনাল। এই হ্যান্ডসেটে রয়েছে 108MP রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরস হিসেবে রয়েছে 16MP সেলফি ক্যামেরা। এই মোবাইলে রয়েছে 4500mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জের সাপোর্ট। যার ফলে মাত্র 15 মিনিটে হয়ে যাবে ফুল চার্জ। Redmi Note 11 Pro+ মডেলে থাকবে JBL ব্র্যান্ডের স্পিকার, ডলবি অ্যাটমোস অডিও সাপোর্ট।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo