REDMI K30 5G র রিটেল বক্সের ছবি দেখা গেছে

REDMI K30 5G র রিটেল বক্সের ছবি দেখা গেছে
HIGHLIGHTS

Redmi K30 5G র রিটেল বক্স দেখা গেছে

7 জানুয়ারি সকাল 10 টায় বিক্রি শুরু হবে

রেডমি তাদের লেটেস্ট Redmi K30 5G ফোনটি চিনে 7 জানুয়ারি বিক্রি করবে। আর এই ফোনটি এর 4G মডেলের সঙ্গে 2019 সালের ডিসেম্বর মাসে লঞ্চ করেছিল। Redmi K30 ফোনের 4G ভেরিয়েন্ট প্রথম সেলে এসেছে। আর এবার Redmi K30 5G ফোন শাওমি মল আর অন্য রিটেলে প্রি অর্ডার করা যাচ্ছে। আর বাজারে রিলিজের আগে শাওমির CEO Lei Jun Redmi K30 5G ফোনের বক্সের ছবি দেখিয়েছেন।

Redmi K30 5G রিটেল বক্সে গ্রেডিয়েন্ট কালার ফনের নাম দেখা যেতে পারে আর এর সঙ্গে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এটি আরও ভাল হবে। আর বক্সের কর্নারে 5G লোগোও দেখা গেছে। আর এই ফোনের সেল চিনে 7 জানুয়ারি 10 টার সময়ে শুরু হবে।

Redmi K30 র দাম

Redmi K30 4G র দাম 1599 yuan (US$ 227 / Rs 16,100 প্রায়) আর এই দাম এর 6GB RAM + 64GB মডেলের। আর  Redmi K30 5G ফোনের 6GB RAM + 64GB মডেলের দাম 1999 yuan (US$ 312 / Rs 22,160প্রায়)।

Redmi K30 ফোনের স্পেসিফিকেশান

Redmi K30 ফোনে আছে 6.67 ইঞ্চির ডিসপ্লে আর এই ফোনে আপনারা পাবেন 120GHz রিফ্রেশ রেট। আর এই ফোনে আছে 20:9 অ্যাস্পেক্ট রেশিও। এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 765G পাবেন। আর এই ফোনে আছে ইন বিল্ট 5G স্টয়ান্ড অ্যালোন আর নন স্ট্যান্ড অ্যালোন  (SA/NSA) sub-6GHz নেটওয়ার্কের সাপোর্ট। আর অন্য দিকে Redmi K30 4G  মডেলে আছে স্ন্যাপড্র্যাগন 730G চিপসেট।

Redmi K30 ফোনটি 6GB র‍্যামের সঙ্গে 8GB র‍্যামের অপশানে এসেছে। আর 6GB র‍্যামের মডেলের সঙ্গে 64GB র বা 128GB র ইন্টারনাল স্টোরেজ অপশান আছে যখন 8GB র‍্যাম মডেল 128GB বা 256GB র স্টোরেজের সঙ্গে কেনা যাবে। আর সব মডেলের স্টোরেজ মেমারি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত বাড়ানো যাবে। আর এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 10 নির্ভর MIUI 11 য়ের কাজ রকছে আর এই ফোনে হাইব্রিড ডুয়াল সিম স্লট আছে।

আর এবার যদি আমরা দেখি ফোনের ক্যামেরার দিক তবে  Redmi K30 ফোনে একটি 64MP র Sony IMX686 সেন্সার দেওয়া হয়েছে আর এই ফোনে আছে দ্বিতীয় 8MP র সেন্সার আর একটি 2Mp র সেন্সারের সঙ্গে 5Mp র সেন্সার। আর এই ফোনে আপনারা ফ্রন্টে ডুয়াল ক্যামেরা পাবেন যা আপনাদের 20Mp র সঙ্গে 2Mp র ক্যামেরা অফার করবে।

Redmi K30 ফোনে আপনারা সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন যা 4500mAh য়ের ব্যাটারির সঙ্গে আসবে। আর Redmi K30 5G ফোনে আছে 30W য়ের ফাস্ট চার্জিং। আর এই ফোনের 4G মডেলের 27W ফাস্ট চার্জিং প্রযুক্তি আছে।

Redmi K30 ফোনটির 4G ভেরিয়েন্ট এর আগে বিক্রি হয়েছে আর এবার আসছে এর 5G ভেরিয়েন্টের সেল ডেট।

ভায়া;

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo