আজকে ভারতে Xiaomi Black Shark 2 লঞ্চ হবে এভাবে লাইভ ইভেন্ট দেখুন

আজকে ভারতে Xiaomi Black Shark 2 লঞ্চ হবে এভাবে লাইভ ইভেন্ট দেখুন
HIGHLIGHTS

আজ দুপুর 1টার সময়ে লঞ্চ হবে Xiaomi Black Shark 2

Black Shark 2 একটি গেমিং ফোন

গেমিং স্মার্টফোন  Xiaomi Black Shark 2 আজকে ভারতে লঞ্চ করা হবে। আর এই ফোনটি আজকে দুপুর 1টার সময়ে দিল্লিতে একটি ইভেন্টে লঞ্চ করা হবে। এর আগে  Xiaomi Black Shark 2 ফোনটি চিনে 2019 সালের মার্চ মাসে লঞ্চ করা হয়েছিল। গেমিং অভিজ্ঞতা আরও ভাল করার জন্য এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 SoC, 12GB র‍্যাম দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে ফ্রোজেন সিলভার আর শ্যাডো ব্ল্যাক কালারে লঞ্চ করা হয়েছিল।

XIAOMI BLACK SHARK 2 র ভারতে আনুমানিক দাম

আমরা যদি Xiaomi Black Shark 2 ফোনটির ভারতের দামের বিষয়ে দেখতে পারি তবে চিনের বাজারে এই ফোনের প্রাথমিক দাম 3,199 ইউয়ান মানে প্রায় 32,300 টাকা আর এই ফোনের 6GB/128GB র দাম এটি। আর এই ফোনের 8GB/128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,499 ইউয়ান মানে প্রায় 35,300 টাকা। আর এর সঙ্গে এই ফোনের 8GB/256GB ভেরিয়েন্টের দাম 3,799 ইউয়ান মানে প্রায় 38,300 টাকা। আর এই ফোনের প্রিমিয়াম মডেল আপনারা 12GB/256GB তে 4,199 ইউয়ান মানে প্রায় 42,400 টাকাতে কেনা যাবে।

XIAOMI BLACK SHARK 2 ফোনের লাইভ স্ট্রিমিং

এমনিতে ফ্লিপকার্টে এই ফোনটির টিজার এসেছে। আর আশা করা হচ্ছে যে Xiaomi Black Shark 2 ফোনটি লঞ্চ করার পরে এই ফোনটি এখানে পাওয়া যাবে। আর এর সঙ্গে আপনাদের বলে রাখি যে এই ইভেন্টের ফ্লিপকার্টের লাইভ স্ট্রিম করা যাবে।

XIAOMI BLACK SHARK 2ফোনের স্পেসিফিকেশান

Black Shark 2 ফোনটিতে 6.39 ইঞ্চির ফুল HD+  (1080×2340পিক্সাল) AMOLED ডিসপ্লের সঙ্গে অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এর সঙ্গে এই ফোনে গেমিংয়ের জন্য অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার আর অ্যাড্রিনো 640GPU আর 12GB পর্যন্ত র‍্যাম আছে। আর এই ফোনে 48MP র প্রাইমারি সেনার আছে আর এর সেকেন্ডারি সেন্সার 12MPর।

20MP র ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। Black Shark 2 ফোনটিতে আপনারা 4,000mAh য়ের ব্যাটারি পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo