Xiaomi এর তরফে আনুষ্ঠানিক ঘোষণা করে দেওয়া হল। আসতে চলেছে এই চিনা কোম্পানির পরবর্তী Flagship ফোন। আগামী মাসের 1 তারিখ, অর্থাৎ 1 ডিসেম্বর এই নতুন ফোন লঞ্চ করা হবে। শাওমি এবার আনতে চলেছে Xiaomi 13 সিরিজ। আপাতত এই ফোনটি চিনের বাজারেই লঞ্চ করা হবে। তারপর সেটা বিশ্বের অন্যান্য দেশ, যেমন ভারত ইত্যাদিতে আনা হবে। জানা গিয়েছে Xiaomi 13 সিরিজে দুটি ফোন থাকবে। এই মডেল দুটি হল, Xiaomi 13 এবং Xiaomi 13 Pro।
Xiaomi এর তরফে জানানো হয়েছে যে এই ফোনে MIUI আউট অফ দ্যা বক্স থাকবে। শুধুই যে Xiaomi 13 সিরিজ 1 ডিসেম্বর লঞ্চ হবে এমনটা নয়, একই সঙ্গে এই সংস্থা Xiaomi Watch S2 এবং Buds 4 TWS Earbuds লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। Xiaomi এর তরফে গোটা বিষয় নিয়ে একটি আনুষ্ঠানিক পোস্ট করেছে। সেখানে এই সংস্থা জানিয়েছে যে Xiaomi 13 সিরিজের ফোনগুলোর রিয়ার ক্যামেরায় থাকবে Leica ব্র্যান্ডেড সেন্সর। এছাড়া এই সিরিজের দুটি ফোনেই Snapdragon 8 Gen 2 Octa Core প্রসেসর থাকবে।
জানা গিয়েছে এই ফোনে 2K রেজোলিউশন সহ 6.7 ইঞ্চির Samsung E6 AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে মিলবে 120 Hz রিফ্রেশ রেট। দুটি RAM ভ্যারিয়েন্ট মিলবে এই ফোনে, এই ভ্যারিয়েন্ট দুটি হল 8 GB এবং 12 GB। এছাড়া স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবে মিলতে পারে 128 GB, 256 GB, এবং 512 GB।
ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এই ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। এটার সঙ্গে থাকবে আরও দুটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা। অর্থাৎ তিনটি ক্যামেরাতেই থাকবে 50 মেগাপিক্সেলের সেন্সর। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে এই ফোনে ভিডিও কল এবং সেলফির জন্য। 120W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4800mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। এই ফোনে গ্রাহকরা পাবেন রিভার্স এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং এর সুবিধা।
সমস্ত প্রযুক্তিগত খবর, প্রোডাক্ট রিভিউ, বিজ্ঞান-প্রযুক্তি ফিচার এবং প্রযুক্তিগত আপডেটের জন্য, Digit.in-এ যান বা আমাদের Google News পেজে ক্লিক করুন৷