108MP ক্যামেরা এবং 120W চার্জিং সহ ভারতে আসছে Xiaomi 11T Pro 5G, জানুন কবে হবে লঞ্চ

108MP ক্যামেরা এবং 120W চার্জিং সহ ভারতে আসছে Xiaomi 11T Pro 5G, জানুন কবে হবে লঞ্চ
HIGHLIGHTS

19 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Xiaomi 11T Pro 5G

Xiaomi এই আপকামিং হ্যান্ডসেটটি #TheHyperphone-এর সাথে প্রমোট করছে

Xiaomi 11T Pro 5G ফোনের দাম প্রায় 54 হাজার টাকা থেকে শুরু হতে পারে

দীর্ঘ অপেক্ষার পর Xiaomi 11T Pro 5G ফোন সম্পর্কে খরব পাওয়া গিয়েছে। কোম্পানি আজ একটি টুইট করে এই ফোনের লঞ্চের তারিখ সম্পর্কে জানিয়েছে। কোম্পানি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইটে জানিয়েছে যে এই ফোনটি 19 জানুয়ারি ভারতে লঞ্চ হবে। এই আপকামিং হ্যান্ডসেটটি কোম্পানি #TheHyperphone-এর সাথে প্রমোট করছে।

কোম্পানির এই ফোনে 120W ফাস্ট চার্জিং এবং 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লের সাথে 108MP এর প্রাইমারি ক্য়ামেরা দেওয়া হয়েছে। খরবে যদি বিশ্বাস করা হলে, কোম্পানি এই ফোনটি ভারতে তিনটি ভ্যারিয়্যান্টে – লঞ্চ করতে পারে – 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB। ফোনের দাম প্রায় 54 হাজার টাকা থেকে শুরু হতে পারে।

Xiaomi 11T Pro 5G ফিচার এবং স্পেসিফিকেশন

ফোনে কোম্পানি 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে দিতে চলেছে। কোম্পানির এই আপকামিং ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ আসতে পারে। ফটোগ্রাফির জন্য, এতে LED ফ্ল্যাশ সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি টেলিফটো সেন্সর রয়েছে।

এছাড়া, সেলফির জন্য ফোনটিতে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। প্রসেসরের কথা বললে, এই ফোনটি Qualcomm Snapdragon 888 চিপসেটে কাজ করে। ফোনে পাওয়ার জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি 120W হাইপারচার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে আসে। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য, আপনি এতে হারমন কার্ডনের টিউন করা ডুয়াল স্টেরিও স্পিকার পাওয়া যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo