ভারতে কম দামের চার ক্যামেরার ফোন হিসাবে OPPO A9 202 আর A5 2020 এল

ভারতে কম দামের চার ক্যামেরার ফোন হিসাবে OPPO A9 202 আর A5 2020 এল
HIGHLIGHTS

Oppo A9 আর A5 2020 ভারতে লঞ্চ হয়েছে

ফোনের প্রাথমিক দাম 13,990 টাকা

অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে

ভারতে ওপ্পো তাদের Oppo A9 2020 আর Oppo A5 2020 লঞ্চ করেছে। আর এই দুটি স্মার্টফোনইউ এই মাসের শেষে অ্যামাজন ইন্ডিয়াতে কেনা যাবে। এই দুই ওপ্পোফোনই অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 চিপসেট, কোয়াড ক্যামেরার সঙ্গে এসেছে।

Oppo A9 2020 আর Oppo A5 2020 ফোনের স্পেকস

দুটি স্মার্টফোনেই আছে 6.50 ইঞ্চির ডিসপ্লে আর এই ফোনের টপে একটি ওয়াটার ড্রপ নচ আছে আর এটি গোরিলা গ্লাস 3+ য়ের প্রোটেকশান যুক্ত। ফোনে ডুয়াল সিম স্লটের সঙ্গে অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হেয়ছে আর এই ফোনটি কালার OS 6.0.1 য়ে কাজ করে।

আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 আর 5000mAh য়ের ব্যাটারি পাবেন।

আরমা যদি ফোন দুটির ক্যামেরা দিক দেখি তবে Oppo A9 2020আর Oppo A5 2020 ফোনে কোয়াড ক্যামেরা দেওয়া হেয়ছে। Oppo A9 2020 ফোনে 48MP র মেন ক্যামেরা আছে আর সেখানে Oppo A5 2020 তে 12MPর প্রাইমারি ক্যামেরা আছে। প্রাইমারি ক্যামেরা 8MP র আল্ট্রা ওইয়াইড ক্যামেরা, 2MP র মোনোক্রোম ক্যামেরা আর 2MP র ডেপথ সেন্সার যুক্ত। আর A9 2020র ফোনের ফ্রন্টে 16MP আর A5 ফোনের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

Oppo A9 2020 ফোনটিতে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে আর এই ফোনের মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ এক্সপেন্ড করা যায়। Oppo A5 2020 ফোনে আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ পাবেন আর এটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। দুটি স্মার্টফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

Oppo A9 2020 আর A5 2020 র দাম

Oppo A9 2020 ফোনটির 4GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 16,990 টাকা রাখা হয়েছে আর এই ফোনের 8GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 19,990 টাকা রাখা হয়েছে। আর Oppo A5 2020 ফোনের দাম 13,990 টাকা করা হয়েছে।

দুটি স্মার্টফোনই অ্যামাজন ইন্ডিয়া আর অফলাইন স্টোরে কেনা জবাএ। Oppo A9 2020 ফোনটি 16 সেপ্টেম্বর আর অ্যামাজনে 19 সেপ্টেম্বর অফলাইনে কেনা আজবে। Oppo A5 2020 ফোনটি 21 সেপ্টেম্বর কেনা যাবে।

Oppo A9 2020 আর A5 2020 র লঞ্চ অফার্স

আপনারা এই ফোন দুটি বেশ কিছু লঞ্চ অফারে কিনতে পারবেন। অনলাইনে HDFC ব্যাঙ্কের ক্রেডিট আর ডেবিট কার্ডের মাধ্যমে এটি 5% ডিস্কাউন্টে কেনা যাবে আর এর সঙ্গে আছে No cost Emi য়ের সুযোগ। 

আর এর সঙ্গে রিলায়েন্স জিওর গ্রাহকরা 7050 টাকার সুবিধা আর 299 টাকার প্ল্যানে 3.1TB 4G ডাটা অফার পাবেন। এয়ারটেল গ্রাহরা 249 টালার রিচার্জে ডাবাল ডাটা আর আনলিমিটেড কলিং পাবেন। আর এর সঙ্গে ভোডাফোন আইডিয়া গ্রাহকরা 255 টাকার রিচার্জে 3,750 টাকার ক্যাশব্যাক আর 250GB র এক্সট্রা ডাটা পাবেন। আর এই অফার অফলাইন গ্রাহকদের জন্য।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo