64MP ক্যামেরার Redmi Note 8 Pro আজই ভারতে লঞ্চ হবে

HIGHLIGHTS

Redmi not 8 Pro আজ ভারতে লঞ্চ করা হবে

এই ফোনে 64MP র মেন ক্যামেরা থাকতে পারে

ফোনের দাম 15000 টাকার মধ্যে রাখা হতে পারে

64MP ক্যামেরার Redmi Note 8 Pro আজই ভারতে লঞ্চ হবে

ভারতে আজকে রেডমি তাদের নতুন ফোন রেডমি নোট 8 প্রো লঞ্চ করবে। এই ফোনটি আজ দুপুর 12টার সময়ে দিল্লিতে একটি ইভেন্টে লঞ্চ করা হবে। এই ফোনে আপনারা পাবেন 64MP র কোয়াড ক্যামেরা সেটআপ। আর এই ফোনটি সম্ভবত ভারতে অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে আর এর সঙ্গে এই ফোনটি মির নিজস্ব সাইট থেকেও কেনা যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi Note 8 Pro ফোনের লাইভ ইভেন্ট

এই Redmi Note 8 Pro ফোন নিয়ে এর মধ্যে একাধিক সব লিক এসেছে আর এই ফোনটি আজকে উত্তেজনার পারদ চরিয়ে ভারতে লঞ্চ করা হচ্ছে। এই ফোনটি আজ দুপুর 12 টার সময়ে ভারতে লঞ্চ করা হবে। আর এই ফোনটি আপনারা রেডমির ইউটিউব চ্যানেল থেকে লাইভ লঞ্চ ইভেন্ট দেখতে পারবেন। আর এর সঙ্গে আপনারা অ্যামাজনের ম্যাক্রো সাইটের সঙ্গে মি ডট কম থেকেও এই ফোনের লাইভ লঞ্চ ইভেন্ট দেখতে পারবেন।

Redmi Note 8 Pro র সম্ভাব্য স্পেসিফিকেশান

এই ফোনটি এর মধ্যে চিনে লঞ্চ করা হয়েছে আর এই ফোনটি Redmi Note 7 Pro সিরিজের পরের জেনারেশানের ফোন হিসাবে আসছে। আর এই ফোনে আপনারা কোয়াড ক্যামেরা সেট আপ পাবেন।

ফোনে 6.53 ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে আর এই ফোনে মানে রেডমি নোট 8 প্রো ফোনে আপনারা MIUI 10 পাবেন। আর এই ফোনে থাকবে মিডিয়াটেক হেলিও G90t SoC। আর ফোনের সর্বাধিক র‍্যাম হয়ত 8GB পর্যন্ত হবে।

এই ফোনের ক্যামেরা ফোনের অন্যতম বড় বৈশিষ্ট্য হিসাবে আসবে। এই ফোনে কোয়াড ক্যামেরা সেটআপের মেন ক্যামেরা 64MP র হতে পারে। আর এই ফোনে এর সঙ্গে আপনারা 8, 2 আর 20 মেগাপিক্সালের ক্যামেরা সেলফি ক্যামেরা হিসাবে পেতে পারেন।

ফোনে একটি 4500mAh য়ের ব্যাটারি থাকতে পারে যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করবে।

Redmi Note 8 Pro র সম্ভাব্য দাম

চিনে এই Redmi Note 8 Pro ফোনটি CNY 1,399 মানে প্রায় 14,000 টাকাতে লঞ্চ করা হয়েছে আর যা এই ফোনের 6GB+64GB স্টোরেজের দাম আর এর সঙ্গে এই ফোনের 6GB/128GB র দাম চিনে CNY 1,599 মানে প্রায় 16,000 টাকা রাখা হয়েছে আর এই ফোনের সব থেকে বড় ভেরিয়েন্টটি 8GB/128Gb র দাম চিনে CNY 1,799 মানে প্রায় 18,000 টাকা দাম রাখা হয়েছে। তাই আশা করা হচ্ছে এই ফোনটি ভারতে 15,000 টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo