SD 712 আর 4500mAh য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ হল VIVO Z5

SD 712 আর 4500mAh য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ হল VIVO Z5
HIGHLIGHTS

ফোনে স্ন্যাপড্র্যাগন 712 চিপসেট আছে

একটি 48MP র ক্যামেরা আছে

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে

ভিভো তাদের Z সিরিজের ফোন Z5 লঞ্চ করেছে আর এটি একটি মিড রেঞ্জের ফোন যা স্ন্যাপড্র্যাগন 712 যুক্ত। এই ফোনটি সুপার AMOLED ডিসপ্লের আর এই ফোনের টপে ডিউড্রপ নচ আছে। আর এই ডিভাইসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। ফোনে 48MP র একটি ক্যামেরা আছে।

Vivo Z5 ফোনটির দাম

ভিভো Z5 ফোনে আপনারা একটি 6GB র‍্যাম পাবেন আর এর সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে আর এই ফোনের দাম RMB 1,598 (প্রায় 16,000টাকা)। ফোনের 6GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্ট আর 8GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্টের দাম যথাক্রমে RMB 1,898 (প্রায় 19,000 টাকা) আর RMB 2,298 (প্রায় 23,000 টাকা)। আর এই ফোনটি একাধিক রঙে কেনা যাবে। এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে কিনা তা জানা জায়নি।

Vivo Z5 ফোনের স্পেসিফিকেশান

এই Vivo Z5 ফোনে সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ডিসপ্লের ওপরে একটি ছোট কাট দেওয়া হেয়ছে। ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712 দেওয়া হয়েছে। আর এই ফোনটি Kryo 360 কোর্স আর অ্যাড্রিনো 616 GPU যুক্ত করা হয়েছে। আর এই ফোনে কোম্পানি 6GB + 64GB, 6GB + 128GB,  8GB + 128GB ভেরিয়েন্ট আছে। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ফানটাচ OS9.1 আছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা 48MP+8MP+2MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনের ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি 4500mAh য়ের ব্যাটারি আছে যা 22.5W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Digit.in
Logo
Digit.in
Logo