48MP ক্যামেরা যুক্ত VIVO Z1X য় আজ প্রথম বার কেনা যাবে

HIGHLIGHTS

দুপুর 12 টার সময়ে এই 48MP র ক্যামেরার ফোনটি কেনা যাবে

ভিভো স্টোর আর ফ্লিপকার্টে ফোনটি কেনা যাবে

48MP ক্যামেরা যুক্ত VIVO Z1X য় আজ প্রথম বার কেনা যাবে

আজকে ভারতে প্রথমবার Vivo Z1X ফোনটি বিক্রি করা হবে। আজ দুপুর 12 টার সময়ে এই 48MP র ক্যামেরা যুক্ত ফোনটি ফ্লিপকার্টে আর ভিভোর স্টোরে কেনা যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যাতে মেন ক্যামেরা 48MP র আর ফোনের ফ্রন্ট ডিউ ড্রপ নচে আছে একটি 32MP r ক্যামেরা।

Vivo Z1X ফোনের দাম

ভিভোর এই ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পাবেন। Vivo Z1X ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি আপনারা এখানে মাত্র 16,990 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি আপনারা 18,990 টাকায় কিনতে পারবেন।

Vivo Z1X ফোনের স্পেক্স আর ফিচার্স

Vivo Z1X ফোনটিতে একটি 6.38 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে আছে একটি 4500mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712 AIE প্রসেসার। আর এই ফোনটি 22.5W ভিভো ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে।

এই Vivo Z1X ফোনটিতে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যা 48+8+2MP র ক্যামেরা। আর এই ফোনে আপনারা পাবেন একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা। ফোনটি দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে 6GB/64GB আর 6GB/128GB।  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo