VIVO Z1X য়ের 8GB র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ হল

VIVO Z1X য়ের 8GB র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ হল
HIGHLIGHTS

Vivo Z1X তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে

HDFC আর ICICI ব্যাঙ্কের কার্ডে 5% ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে

ভারতে ভিভো তাদের লেটেস্ট Z1X ফোনের নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এবার এই ফোনটি ভারতে 8GB র‍্যামে এসেছে। এই ফোনটি এর আগে 6GB র‍্যাম আর 64GB আর 128Gb স্টোরেজে পাওয়া যেত। আর এবার এই ফোনটি তিনটি স্টোরেজ অপশানে পাওয়া যাবে।

Vivo Z1X ফোনের 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট নিল রঙে 21,990 টাকায় এসেছে। আর ভিভো ফেস্টিভ অফারে এই ফোনটি গ্রাহকরা HDFC আর ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে 5% ক্যাশব্যাকে কিনতে পারবেন।

ডুয়াল সিমের Vivo Z1x 6.38 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে যুক্ত আর এর রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর এটি সুপার AMOLED ডিসপ্লে এর টপে একটি ওয়াটার ড্রপ নচ আছে আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712 SoC আর এটি 6GB র‍্যামের সঙ্গে এসেছে। আর এই ফোনে আছে মাল্টি টার্বো আল্ট্রা গেম মোড যা পার্ফর্মেন্স ভাল করতে পারে। আর ভিভো Z1X ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন আর এর মধ্যে একটি 48MP র ক্যামেরা যা  Sony IMX582 সেন্সার যুক্ত আর এর অ্যাপার্চার f/1.79 অ্যাপার্চার আর এর দ্বিতীয় ক্যামেরা 8 মেগাপিক্সালের যা 120 ডিগ্রি ক্যামেরা দেয় যা f/2.2 অ্যাপার্চারের। আর এই ফোনের তৃতীয় ক্যাএম্রা 2 মেগাপিক্সালের যা পোট্রেট ক্যামেরা অফার করে। আর এটি f/2.4 অ্যাপার্চারের। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 32MP র ক্যামেরা।

Vivo Z1x ফোনের 64GB আর 128GB ইনবিল্ট স্টোরেজ দিচ্ছে আর এই ফোনে স্টোরেজ এক্সপেন্ড করার কোন অপশান নেই। কানেক্টিভিটির জন্য এই ফোনে আছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, GPS/ A-GPS, 3.5mm হেডফোন আর USB টাইপ C পোর্ট। আর এই ফোনে আছে 4,500mAh য়ের ব্যাটারি যা 22.5W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo