ভারতে 4500mAh য়ের ব্যাটারির সঙ্গে এল VIVO Z1X

ভারতে 4500mAh য়ের ব্যাটারির সঙ্গে এল VIVO Z1X
HIGHLIGHTS

ভিভো Z1X ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712E চিপসেটের সঙ্গে এসেছে

এই ফোনে আছে 4500mAh য়ের ব্যাটারি আর এটি 22.5W ভিভো ফ্ল্যাশ চার্জ টেকনলজি আছে

ভিভো সবে মাত্র ভারতে তাদের Vivo Z1X ফোনটি লঞ্চ করেছে। আর এই ফোনটি 48MP র ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে এসেছে আর এই ফোনে এর সঙ্গে আছে 22.5W সাপোর্টের 4500mAh য়ের ব্যাটারি। ফোনটি কোম্পানির ফ্ল্যাশচার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে। আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712E চিপসেটের সঙ্গে এসেছে।

Vivo Z1 X ফোনের স্পেক্স আর ফিচার্স

Vivo Z1X ফোনে আপনারা একটি 6.38 ইঞ্চির ফুল HD সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এর ফোনে আছে একটি ওয়টার ড্রপ নচ। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90 শতাংশ। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712E চিপসেট। আর এই ফোনে 6GB র‍্যাম আছে আর এর স্টোরেজ 64Gb আর 128GB র। আর এই ফোনে আপনারা  ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার পাচ্ছেন।

ফোনের ব্যাক সাইডে ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে যা 48MP র প্রাইমারি সেন্সার যুক্ত যা সোনি IMX582 র সঙ্গে এসেছে। আর এর সঙ্গে এই ফোনে আছে 8MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল আর এই ফোনে আছে একটি 2MP র ডেপথ সেন্সার। ফোনের ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

ফোনে আছে একটি 4500mAh য়ের বড় ব্যাটারি, যা কোম্পানির ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির সঙ্গে এসেছজে। আর এই ফোনটি তে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই নিরব্রহ ফানটাচ OS পাবেন।

Vivo Z1X ফোনের দাম আর লঞ্চ অফার

Vivo Z1X ফোনটি 6GB র‍্যাম আর 64GB র সঙ্গে এসেছে আর এই ফোনের দাম 16,990 টাকা। আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম 18,990 টাকা। আর এই ফোনটি 13 সেপ্টেম্বর ফ্লিপকার্ট আর ভিভো ই স্টোরে কেনা যাবে।

এই ফোনটি 1250 টাকা HDFC র কার্ডের মাধ্যমে কিনলে কমে কেনা যাবে। আর জিও গ্রাহকরা এতে পাবেন 6000 টাকার নো কস্টয় EMI প্রতি মাসের হিসাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo