VIVO Z1 PRO ফোনটি এবার ওপেন সেলে পাওয়া যাচ্ছে

VIVO Z1 PRO ফোনটি এবার ওপেন সেলে পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা আছে

ফোনটি কোয়াল্কম স্ন্যপড্র্যাগন 712SoC যুক্ত

এই ফোনটি ফ্লিপকার্ট আর ভিভো স্টোরে পাওয়া যাবে

Vivo Z1 Pro ফোনটি ভারতে লঞ্চ হয়েছে খুব বেশি দিন হয়নি আর এই ফোনটি এবার ওপেন সেলে এসে গেছে। এই ফোনটি ফ্লিপকার্ট আর ভিভো ইন্ডিয়াআর ই স্টোরে পাওয়া যাচ্ছে। Vivo Z1 Pro ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে আর এই ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারি আছে। ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712SoC র সঙ্গে এসেছে।

Vivo Z1 Pro ফোনের দাম

ফ্লিপকার্টে এই ভিভো ফোনটি আপনারা ওপেন সেলে কিনতে পারবেন। এই ফোনটির 4GB/64GB ভেরিয়েন্টের দাম 14,990 টাকা আর এই ফোনের 6GB/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,990 টাকা। আর এই ভিভোফোনের 6GB/128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,990 টাকা। এই ফোনটি ফ্লিপকার্ট আর ভিভো ই স্টোরে কেনা যাবে।

Vivo Z1 Pro ফোনের স্পেসিফিকেশান

এই ফোনটির স্পেক্সের কথা যদি বলা হয় তবে এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712 পাবেন। আর এই ফোনের স্টোরেজ এক্সপেন্ড করার জন্য মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়েছে।

গেমিং অভিজ্ঞতার জন্য এই স্মার্টফোনে অ্যাড্রিনো 616 GPU আছে আর এই VivoZ1 Pro ফোনে আপনবারা স্ন্যাপড্র্যাগন X15 মোডেম পাবেন যা 800mbops স্পিড সাপোর্ট করে।

Vivo Z1 Pro ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর কালার OS 9 পাবেন আর এই ফোনে এর সগে 6.53 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। আর ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যে 16+8+2 মেগাপিক্সালের। আর এই ফোনের ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা আছে। ফোনটিতে 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo