Vivo Y69 ভারতে লঞ্চ হল, দাম Rs 14,990

HIGHLIGHTS

Vivo Y69 ফোনটিতে 3000mAh এর ব্যাটারি আর 16MP’র সেলফি ক্যামেরা আছে

Vivo Y69 ভারতে লঞ্চ হল, দাম Rs 14,990

Vivo Y69 স্মার্টফোনটি ভারতে লঞ্চ হয়ে গেছে। ভারতে Vivo Y69 ফোনটির দাম Rs. 14,990 রাখা হয়েছে। Vivo Y69 1 সেপ্টেম্বরে অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন আর ফ্লিপকার্টে সেলের জন্য পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo Y69 ফোনটিতে 16 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই ফোনটিতে 3000mAh এর ব্যাটারি আছে। এই ফোনটি শ্যাম্পেন গোল্ড আর ব্ল্যাক রঙে সেলের জন্য পাওয়া যাবে।

এটি একটি ডুয়াল সিম স্মার্টফোন। এটি অ্যান্ড্রয়েড 7.0 ‘র নৌগাটের ফানটাচ 3.2 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটিতে 5.5-ইঞ্চির HD (720×1280 পিক্সাল) আর এই ফোনটির ডিসপ্লে গোরিলা গ্লাস 3 যুক্ত। এই ফোনটিতে 1.5GHz অক্টা-কোর মিডিয়াটেক MT6570 প্রসেসার আছে। এই ফোনের র‍্যাম 3GB।

কোম্পানি Vivo Y69 স্মার্টফোনটিতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এটি ডুয়াল LED ফ্ল্যাশ যুক্ত। এই ফোনের হোম বটনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ 32GB’র, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যায়। এই ফোনটি একটি 4G VoLTE  ফোন। 

আজকের সেরা ডিল ফ্লিপকার্টে (২৫ আগস্ট)

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo