50MP ক্যামেরার সাথে Vivo Y33s ভারতে লঞ্চ, 1500 টাকার ক্যাশব্যাক মিলবে স্মার্টফোনে

50MP ক্যামেরার সাথে Vivo Y33s ভারতে লঞ্চ, 1500 টাকার ক্যাশব্যাক মিলবে স্মার্টফোনে
HIGHLIGHTS

Vivo Y33s ফোনে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে

Vivo Y33s ফোন 8 জিবি RAM এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজের

MediaTek Helio G80 SoC চিপসেট দেওয়া হয়েছে Vivo Y33s ফোনে

Vivo ভারতে তাদের নতুন স্মার্টফোন Vivo Y33s লঞ্চ করেছে। কোম্পানির এই নতুন স্মার্টফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে চালু করা হয়েছে। কোম্পানি এই ফোন সিঙ্গেল ভ্যারিয়্যান্টে লঞ্চ করেছে – 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ। এই  ভ্যারিয়্যান্টের দাম 17,990 টাকা। ফোনটি ভিভো ইন্ডিয়ার ই-স্টোরের পাশাপাশি ফ্লিপকার্ট এবং পেটিএম ছাড়াও মেন রিটেল  প্ল্যাটফর্মে বিক্রি জন্য উপলব্ধ থাকবে।

লঞ্চ অফারের আওতায় কোম্পানি এই ফোনে 1500 টাকা ক্যাশব্যাকও দিচ্ছে। ক্যাশব্যাকের জন্য, ব্যবহারকারীদের HDFC বা ICICI ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা করতে হবে।

Vivo Y33s এর ফিচার্স এবং স্পেসিফিকেশন

ফোনে 6.58 ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে রয়েছে যার 1080×2408 পিক্সেল রেজোলিউশন। ফোন 8 জিবি RAM এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে আসে। এই ফোনে  আপনি 1TB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে। এই ফোন কোম্পানি 4 জিবি এক্সটেন্ডেড RAM-ও অফার করছে।

প্রসেসরের কথা বললে কোম্পানি এই ফোনে MediaTek Helio G80 SoC চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য, ফোনে LED ফ্ল্যাশ সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দিচ্ছে। এতে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এর সাথে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো শুটার রয়েছে এবং 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য কোম্পানি ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে।

ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচারের সাথে এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক Funtouch OS 11.1 তে কাজ করে। কানেক্টিভিটির জন্য ফোনে ডুয়াল ন্যানো সিম, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই 4G ব্লুটুথ ভার্সন 5, এনএফসি, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো অপশন দেওয়া হয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo