64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হল VIVO Y3

64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হল VIVO Y3
HIGHLIGHTS

চিনা কোম্পানি ভিভো তাদের Vivo Y3 ফোনের 64GB ভেরিয়েন্ট লঞ্চ করেছে

এই ফোনে 4GB র‍্যাম আছে

ফোনে ট্রিপেল ক্যামেরার সঙ্গে আছে অক্টা কোর মিডিয়াটেক প্রসেসার

ভিভো তাদের Vivo Y3 ফোনের নতুন ভেরিয়েন্ট চিনে লঞ্চ করেছে। আর এটি Y সিরিজের প্রথম ফোন যা 4GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। আর এবার এই ফোনের একটি 64GB ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। আর এই ভেরিয়েন্টে আপনারা র‍্যাম সেই 4GB র ই পাবেন। আর এই ফোনে ট্রিপেল ক্যামেরা আছে আর ফোনে আছে অক্টা কোর মিডিয়াটেক প্রসেসার। ফোনটি কোম্পানি চিনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। আর এই ফোনটি ভারতে আসবে কিনা তা এখনও জানা জায়নি।

Vivo Y3 ফোনের দাম

Vivo Y3  ফোনটির নতুন ভেরিয়েন্ট 4GB র‍্যাম আর 64GB স্টোরজের দাম RMB 1,098 মানে প্রায় 11,000টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটির আগের 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 1,498 মানে প্রায় 15,000টাকায় লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনটি পিকক ব্লু, পিঞ্চ পিঙ্ক, গ্রিন আর গ্রেডিয়েন্ট রেড কালারে এসেছে।

Vivo Y3 ফোনের স্পেসিফিকেশান আর ফিচার্স

Vivo Y3 ফোনটিতে 6.3 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচ আছে আর এই ফোনে আপনারা মিডিয়াটেক হেলিও P35 পাবেন। আর এই ফোনে আছে IMG PowerVR GE8320 GPU ।

ফোনের 4GB র‍্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে এসেছিল যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB  পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই নতুন ভেরিয়েন্টে 64GB র অনবোর্ড স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 অপারেটিং নির্ভর ফানটাচ OS 9 আছে। আর ফোনে আছে একটি 5000maj য়ের ব্যাটারি যা ডুয়াল ইঞ্চিন ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Vivo Y3 ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরাতে 13+8+2 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 16MP র ক্যামেরা।

Digit.in
Logo
Digit.in
Logo