Vivo phone Price Cut: একধাক্কায় 3000 টাকা সস্তা হল দুটি বাজেট ফোন, জানুন নতুন দাম কত

Vivo phone Price Cut: একধাক্কায় 3000 টাকা সস্তা হল দুটি বাজেট ফোন, জানুন নতুন দাম কত
HIGHLIGHTS

Vivo তার দুটি বাজেট ফোনের দাম কমিয়ে দিয়েছে। এই দুটি ফোন হল Vivo Y27 এবং Vivo T2 5G

কোম্পানি এই দুটি ফোনের লঞ্চ দামের তুলনায় 3000 টাকা কম করেছে

ভিভো t2 ফোনের দুটি ভ্যারিয়্যান্টে 3000 টাকার ছাড় দেওয়া হচ্ছে

স্মার্টফোন কোম্পানি Vivo তার দুটি বাজেট ফোনের দাম কমিয়ে দিয়েছে। এই দুটি ফোন হল Vivo Y27 এবং Vivo T2 5G। কোম্পানি এই দুটি ফোনের লঞ্চ দামের তুলনায় 3000 টাকা কম করেছে। গ্রাহকরা নতুন দামে এই দুটি ফোন বাজার থেকে কিনতে পারবেন।

আপনি যদি একটি নতুন ভিভো স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে এটাই সঠিক সময়। কোম্পানি ভিভো Y27 স্মার্টফোনটি 3000 টাকা সস্তা করে দিয়েছে। পাশাপাশি, ভিভো t2 ফোনের দুটি ভ্যারিয়্যান্টে 3000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক Vivo Y27 এবং Vivo T2 5G এর নতুন দামগুলি কী কী।

আরও পড়ুন: Paytm FASTag: 29 ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে পেটিএম ফাস্ট্যাগ? RBI নির্দেশের পর আপনাকে কী করতে হবে জানুন

Vivo Y27 নতুন দাম

ভিভোর এই ফোনটি গত বছর জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় এই ফোনের দাম 14,999 টাকা ছিল। তবে এখন এই ফোনের দাম 3000 টাকা কম করে দেওয়া হয়েছে। ছাড়ের ফোনটি মাত্র 11,999 টাকায় কেনা যাবে।

Vivo Y27
ভিভোর এই ফোনটি গত বছর জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল

শুধু তাই নয়, কোম্পানি এই ফোনে ব্যাঙ্ক অফারও দিচ্ছে। এতে SBI, Yes Bank, IDFC First Bank, Bank of Baroda, DBS Bank, Federal Bank এবং Induslnd Bank কার্ড পেমেন্টে 1000 টাকার ক্যাশব্যাক অফার করছে।

স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।

Vivo T2 নতুন দাম

VIVO T2 5G
স্মার্টফোনটি দুটি মডেলে কেনা যাবে – 6GB+128GB এবং 8GB+128GB

ভিভো এর এই স্মার্টফোনটি গত বছর এপ্রিল মাসে লঞ্চ করা হয়েছিল। স্মার্টফোনটি দুটি মডেলে কেনা যাবে – 6GB+128GB এবং 8GB+128GB। এই দুটি মডেলের দাম 18,999 টাকা এবং 20,999 টাকা রাখা হয়েছিল।

এখন এই স্মার্টফোনের দুটি মডেলের দাম কমিয়ে দিয়েছে কোম্পানি। দাম কমার পর, 6GB RAM ভার্সনটি 15,999 টাকা এবং 8GB RAM ভার্সনটি 17,999 টাকা রাখা হয়েছে। ফোনটি ই-কমার্স সাইট Flipkart এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।

আরও পড়ুন: Prepaid Plans with OTT: কম দামে 3 মাসের Disney Hotstar, কলিং, ডেটা সহ একগুচ্ছ অফার, কোথায় পাবেন বেশি সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo