128GB স্টোরেজ এবং 5000mAh ব্যাটারি সহ ভারতে এল Vivo Y20G, জেনে নিন দাম

HIGHLIGHTS

Vivo Y20G ফোনের দাম 14,990 টাকা। ফোনের বিক্রি Flipkart, Amazon, Paytm থেকে কেনা যাবে

Vivo Y20G ফোন টেক্কা দেবে Redmi Note 9 Pro, Samsung Galaxy M31 এর মতো স্মার্টফোনের সাথে

Vivo Y20G ফোনে একটি বড় 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 18W এর ফাস্ট চার্জিংকে সপোর্ট করে

128GB স্টোরেজ এবং 5000mAh ব্যাটারি সহ ভারতে এল Vivo Y20G, জেনে নিন দাম

Vivo India তার Y সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y20G ভারতের বাজারে নিয়ে এসেছে। Vivo Y20G ফোনে রয়েছে 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ। এই ফোন টেক্কা দেবে Redmi Note 9 Pro, Samsung Galaxy M31 এর মতো স্মার্টফোনের সাথে। Vivo Y20G ফোন দুটি কালার ভ্যারিয়্যান্ট ওবসডিয়ান ব্ল্যাক এবং পিউরিস্ট ব্লুতে আনা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo Y20G দাম

Vivo-র এই নতুন ফোনের দাম 14,990 টাকা। ফোনের বিক্রি ফ্লিপকার্ট, অ্যামাজন, পেইটিএম, টাটা ক্লিক, রিটেল স্টোর এবং ভিভোর অনলাইন স্টোর থেকে করা হচ্ছে। 

Vivo Y20G স্পেসিফিকেশন

ভিভো-র এই ফোনে 6.51 ইঞ্চির হালো ফুলভিউ HD+ ডিসপ্লে রয়েছে যার 1600×720 রেজোলিউশন। এছাড়া ফোনে মিডিয়াটেক হেলিও G80 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। বলে দি যে এইটা একটি গেমিং প্রসেসর। র‌্যাম এবং স্টোরেজ সম্পর্কে কথা বললে এতে 6 জিবি র‌্যামের সাথে 128 জিবি স্টোরেজ রয়েছে।

Vivo Y20G ক্যামেরা

ভিভোর এই ফোনের এমআই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাথমিক লেন্স 13 মেগাপিক্সেল। তবে দ্বিতীয় লেন্স 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং তৃতীয় লেন্স 2 মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। ফোনের ক্যামেরার সাথে অটো ফোকাসও রয়েছে। সেলফির জন্য ভিভো এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে।

Vivo Y20G ব্যাটারি এবং কানেক্টিভিটি

ভিভোর Vivo Y20G ফোনে একটি বড় 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 18W এর ফাস্ট চার্জিংকে সপোর্ট করে। এছাড়া ফোনে GPS, ব্লুটুথ 4.2, 4G, 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রো USB পোর্ট রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo