HIGHLIGHTS
VIVO Y17 ফোনটি 17,990 টাকায় লঞ্চ হয়েছে
মিনারাল ব্লু আর মিস্টিক পার্পেল কালারে পাওয়া যাচ্ছে
আলট্রা গেম মোড অ্যাড করা হয়েছে
Vivo ভারতে তাদের Y সিরিজের ফোন VIVO Y17 লঞ্চ করেছে আর এই ফোনের দাম 17,990 টাকা রাখা হয়েছে। আর এই ফোনে 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে আর এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর এই ডিভাইসের ব্যাকে AI ট্রিপেল ক্যামেরা আছে। আর এই ফোনটি একটি ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসটি মিনারাল ব্লু, আর মিস্টিক পার্পেল কালারে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি আলট্রা গেম মোডের সঙ্গে ভাল গেমিং অভিজ্ঞতা অফার করবে।
SurveyVIVO Y17 ফোনটি একটি 6.3 ইঞ্চির Halo FullVie দেওয়া হয়েছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:3:9 আর এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 89 শতাংস। আর এই ডিভাইসটি মিডিয়াটেক হেলিও P35 যুক্ত যা TSMC 12nm FinFET য়ে তৈরি করা হয়েছে। আর এর ক্লক্স স্পিড 2.3Ghz পর্যন্ত। আর এই ফোনটি 4GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে এসেছে। আর এই ফোনটিতে ফানটাচ OS 9 আছে আর এটি অ্যান্ড্রয়েড 9.0 নির্ভর।
আর এবার যদি আমরা এই ফোনটির ক্যামেরার বিষয়ে বলি তবে এই ফোনে আপনারা একটি AI ক্যামেরা পাবেন যা ট্রিপেল ক্যামেরা সেটআপ দিচ্ছে। আর এই ফোনে আপনারা 13MP ক্যামেরার সঙ্গে 8MP আর 2MP ক্যামেরা পাবেন। আর এই ক্যামেরা সেন্সার 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ যুক্ত। আর এই ফোনটিএ ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা একটি 5000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে 18w ডুয়াল ইঞ্জিং ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। আর এইফ অনটি নাইট চার্জিং প্রোটেকশান যুক্ত।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।