Vivo X9s 4GB র‍্যাম আর অ্যান্ড্রয়েড নৌগাট অপারেটিং সিস্টেমের সঙ্গে দেখা গেছে

HIGHLIGHTS

Vivo X9s এ 16 মেগাপিক্সালের অটফোকাস ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে আর এতে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে

Vivo X9s 4GB র‍্যাম আর অ্যান্ড্রয়েড নৌগাট অপারেটিং সিস্টেমের সঙ্গে দেখা গেছে

Vivo’র এই নতুন ডিভাইসটির মডেল নম্বর Vivo TD1608 আর এটি গ্রিক বেঞ্চ আর GFXBench বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গেছে। আসা করা হচ্ছে যে এটি Vivo X9s স্মার্টফোন হতে পারে। এই লিস্টিং থেকে এই ফোনটির কিছু স্পেক্সের বিষয়েও জানা গেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও দেখুনঃ Nokia 3310

অনুমান করা হচ্ছে যে এটি একটি মিড-রেঞ্জ ডিভাইস হবে আর এর দাম Rs. 20,000 হতে পারে। গ্রিক বেঞ্চের লিস্টিং এ Vivo TD1608 কে 1616 পয়েন্টস (সিঙ্গেল কোর) পেয়েছে। এটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমে চলে। এতে 4GB র‍্যাম আর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 1.84 GHz অক্টা-কোর প্রসেসারও থাকবে।

GFX বেঞ্চের লিস্টিং অনুসারে Vivo TD1608তে 5.5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে 1920×1080 রেজিলিউশনের সঙ্গে আছে। এই ফোনটিতে 5 ফিঙ্গার জেসচার সাপোর্ট আছে। এতে স্ন্যাপড্র্যাগন 660 2.2GHz অক্টা-কোর প্রসেসারের সঙ্গে 4GB র‍্যামও আছে। এটি 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে। 

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo